মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে অভিনব কায়দায় পাচারকালে ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী জঙ্গু মিয়া (৫৪) পুলিশের খাঁচায় বন্দি হয়েছে।
গত বুধবার রাতে মাধবপুর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে উপজেলার জগদীশপুর ইউনিয়নের বেলঘর বাস স্ট্যান্ডের ঢাকা-সিলেট মহাসড়ক এলাকা থেকে তাকে গ্রেফতার করে। সে বানিয়াচং উপজেলার পুকড়া গ্রামের স্থায়ী বাসিন্দা। বর্তমানে সে তার শ্বশুরবাড়ী মাধবপুর উপজেলার সুরমা সাহেব বাড়ী এলাকায় বসবাস করছে। তার আসামীর বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।