স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার কুর্শা খাগাউড়া গ্রামে স্বামীর বাড়িতে দুই সন্তানের জননী হালিমা বেগম (২৫) এর মৃত্যু নিয়ে ধূম্রজাল সৃষ্টি হয়েছে। গত শুক্রবার রাতে খাগাউড়া ইউনিয়নের এড়ালিয়া খাসিয়া মহল্লায় স্বামীর বাড়ির বসত ঘরে হালিমার মৃত্যুর ঘটনাটি ঘটে।
এদিকে হালিমা কে হত্যা করা হয়েছে বলে দাবী করেছেন নিহতের মা আমিনা খাতুন। অপর দিকে হালিমার স্বামী ও বাড়ির লোকজন পলাতক রয়েছে। জানা যায়, ৮ বছর পূর্বে হবিগঞ্জ সদর উপজেলার পৈল পুরান ফকির বাড়ি গ্রামের আব্দুর রহমান এর কন্যা হালিমা কে বিয়ে দেয়া হয় বানিয়াচং উপজেলার কুর্শা খাগাউড়া ইউনিয়নের এড়ালিয়া খাসিয়া মহল্লা গ্রামের আওয়াল মিয়া পুত্র জসিম আলীর সাথে। বিয়ের পর হালিমার দাম্পত্য জীবন সুখের ছিল না। কিছু দিন যেতে না যেতেই স্বামি তাকে প্রায়ই নির্যাতন করে থাকত। এমন কি শ্বশুর বাড়ি থেকে বিদেশে যাওয়ার জন্য মোটা অংকের টাকা এনে দেয়ার জন্য চাপ সৃষ্টি করত। হালিমা স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে পিতার বাড়ি চলে আসে। স্বামী জসিম উদ্দিন তার শ্বশুর বাড়ি থেকে গ্রাম্য বিচার শালিশে স্ত্রী হালিমা কে নির্যাতন করবে না বলে স্বীকৃতি দিয়ে নিয়ে যায়। গৃহবধূ হালিমার মৃত্যু নিয়ে এলাকায় চলছে আলোচনা ও সমালোচনার ঝড়।
এ ব্যাপারে নিহত হালিমা বেগমের মা আমিনা বেগম বলেন, ৮ বছরে পৃর্বে বানিয়াচং উপজেলার কুর্শা খাগাউড়া ইউনিয়নের এড়ালিয়া খাসিয়া মহল্লা গ্রামের আওয়াল মিয়া পুত্র জসিম আলীর কাছে আমার মেয়েকে বিয়ে দেই বিয়ের পড় থেকেই জসিম আমার মেয়েকে নির্যাতন করে আসছে এ নিয়ে একাধিকবার বিচারও করা হয়েছে। গত শুক্রবার ২১ এপ্রিল রাতে আমার মেয়েকে তার স্বামী ও তার পরিবারের লোকজন হত্যা করে। আমি প্রশাসনের কাছে বিচার চাই।