বুধবার, ৩১ মে ২০২৩, ০২:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাট চা-বাগানে ১০ কেজি গাঁজাসহ এক শ্রমিক গ্রেফতার শায়েস্তাগঞ্জে স্ত্রীকে নির্যাতনের দায়ে ব্যবসায়ী স্বামীর কারাদন্ড লাখাইয়ের ৩৮টি বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করলেন এমপি আবু জাহির আলোচনা সভা ও দোয়া মাহফিলে জি কে গউছ ॥ জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে জেলা স্বেচ্ছাসেবকদলের সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চুনারুঘাটে এফ.এন ফাউন্ডেশন ইউ,কের উদ্যোগে রহমানিয়া খান দরবার শরিফের ইছালে ছোয়বা ও ওয়াজ মাহফিল নবীগঞ্জে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বানিয়াচং-আজমিরীগঞ্জের সর্বোচ্চ উন্নয়ন হয়েছে-এমপি মজিদ খান হবিগঞ্জ প্রেসক্লাবের চুরিকৃত বৈদ্যুতিক তার উদ্ধার নবীগঞ্জে ছাত্রদলের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালিত

সকল শ্রেনীপেশার প্রতিনিধিদের পরামর্শে টমটম ভাড়া ১০ টাকা করা হয়েছে-পৌর মেয়র সেলিম

  • আপডেট টাইম শনিবার, ১ এপ্রিল, ২০২৩
  • ৫১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজ পহেলা এপ্রিল হতে হবিগঞ্জ পৌর এলাকায় টমটম ভাড়া হচ্ছে ১০ টাকা। গত ২১ মার্চ হবিগঞ্জ পৌরসভায় শহরের যানজট নিরসন ও জনদূর্ভোগ লাঘবে, টমটম পরিচালনায় শৃংখলা আনয়ন এবং টমটম ভাড়া বৃদ্ধি সংক্রান্ত এক মতবিনিময় সভার সিদ্ধান্ত অনুযায়ী এ ভাড়া কার্যকর হচ্ছে। ওই সভায় ভাড়া ছাড়াও শহরের শৃংখলার স্বার্থে আরো বেশ কিছু সিদ্ধান্ত নেয়া হয়। টমটমের ভাড়া বৃদ্ধির ব্যাপারের হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম বলেন, ‘এ সিদ্ধান্ত হবিগঞ্জ পৌরসভার একক কোন সিদ্ধান্ত নয়। বরং হবিগঞ্জের জনপ্রতিনিধি, আইনজীবী, সাংবাদিক, ব্যবসায়ী, শিক্ষাবিদ, সমাজকর্মী ও নানা পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দের প্রস্তাব, মতামত, বিশ্লেষণ ও পরামর্শের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেয়া হয়।’ মেয়র আতাউর রহমান সেলিম বলেন, ‘হবিগঞ্জের টমটম মালিক ও শ্রমিকগন ভাড়া ১০ টাকা করার জন্য দীর্ঘদিন ধরে তাদের দাবী জানিয়ে আসছেন। আমরা এ ব্যাপারে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ প্রশাসনের সাথে পরামর্শ করেছি। হবিগঞ্জ পৌরভবন প্রাঙ্গনে সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির-এর উপস্থিতিতে সভা হয়েছে। সবশেষে হবিগঞ্জ পৌরসভায় এ বিষয়ে সর্বস্তরের পেশাজীবী সংগঠনের প্রতিনিধিদের সমন্বয়ে সভা অনুষ্ঠিত হয়। দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, বিদ্যুতের দাম বৃদ্ধিসহ জীবনযাত্রার সর্বক্ষেত্রে জনগনের ব্যয় বৃদ্ধি পেয়েছে। সে সকল দিক বিবেচনা করে সভায় বক্তাগণ টমটম ভাড়া ১০ টাকা করার প্রস্তাব করেন। সে অনুযায়ীই ভাড়া বৃদ্ধির এ সিদ্ধান্ত হয়।’
উল্লেখ্য, গত ২১ মার্চের সভায় বক্তাগন তাদের মতামত ব্যক্ত করেন যে, চৌধুরী বাজার হতে পৌদ্দারবাড়ী টমটম ভাড়া কার্যত ১০ টাকা ছিল। কিন্তু এর মধ্যবর্তী যেকোন স্থানে উঠানামার ক্ষেত্রে ৫ টাকা কিংবা ১০ টাকা ইত্যাদি নিয়ে প্রতিনিয়ত চালক ও যাত্রীদের মাঝে বাকবিতন্ডা সৃষ্টি হয়। ফলে সবার মূল্যবান সময় নস্ট হয় এবং আইন-শৃংখলারও অবনতি ঘটে। এ সমস্ত দিক বিবেচনা করে এবং দ্রব্যমূল্যসহ সার্বিক পরিস্থিতি আমলে নিয়ে সভায় বক্তারা যেকোন স্থানে টমটম ভাড়া ১০ টাকা করার পক্ষে মতামত দেন। ওই সভায় উপস্থিত ছিলেন, প্রফেসার ইকরামুল ওয়াদুদ, ট্রাফিক ইন্সপেক্টর মোহাম্মদ উল্লাহ, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম মোস্তফা রফিক ও মোঃ ফজলুর রহমান, সাধারণ সম্পাদক প্রদীপ দাস সাগর, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রীর সভাপতি মিজানুর রহমান শামীম, হবিগঞ্জ মটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক শংখ শুভ্র রায়, মাচেন্ট এসোসিয়েশনের সভাপতি সামছু মিয়া, সহ-সভাপতি আব্দুর কদ্দুস, সাধারণ সম্পাদক মফিজুর রহমান বাচ্চু, সাংগঠনিক সম্পাদক আহমেদ জামান শুভ, ব্যাকসের সভাপতি শামছুল হুদা, সাধারণ সম্পাদক শেখ মোঃ আলমগীর, সাবেক পৌরকমিশনার আব্দুল মোতালিব মমরাজসহ অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ। পৌর কাউন্সিলরদের মধ্যে উপস্থিত ছিলেন গৌতম কুমার রায়, সফিকুর রহমান সিতু ও টিপু আহমেদ।
মেয়র আতাউর রহমান সেলিম বলেন,‘কাউকে ক্ষতিগ্রস্ত করার জন্য এ সিদ্ধান্ত নয়। টমটম মালিক-শ্রমিকগন ও তাদের পরিবারের সদস্যরা আমাদেরই ভাই, আমাদের সমাজ ও পরিবারভুক্ত। দ্রব্যমূল্যের উর্ধ্বগতিসহ সার্বিক দিক বিবেচনায় আমরা টমটম ভাড়া ১০ টাকা করার ব্যাপারে ঐক্যমতে পৌছেছি। হবিগঞ্জে কোন সংগঠন বা সংগঠনের প্রতিনিধি এ সিদ্ধান্তের বিরুদ্ধে কোন প্রতিক্রিয়া ব্যক্ত করেননি। কিন্তু সম্প্রতি গুটি কয়েক ব্যক্তির সমন্বয়ে একটি কুচক্রী মহল কারো ঈঙ্গিতে পবিত্র রমজান মাসে বিশৃংখলা সৃষ্টি ও উস্কানীর লক্ষ্যে এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রচার প্রপাগান্ডা ছড়াচ্ছে। এটি কোন মহলের ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়নে বিশৃংখলা সৃষ্টির অপচেষ্টা ও পায়তারা মাত্র। মেয়র এ সকল বিশৃংখলা সৃষ্টিকারী কর্মকান্ড হতে বিরত থাকার জন্য অনুরোধ জানান। সাথে সাথে এ সকল উস্কানীমুলক কর্মকান্ডের সাথে জড়িতদের ব্যাপারে বিশেষ নজর দেয়ার জন্য আইনশৃংখলা বাহিনীসহ প্রশাসনের দৃষ্টি আর্কষণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com