বুধবার, ৩১ মে ২০২৩, ০৪:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাট চা-বাগানে ১০ কেজি গাঁজাসহ এক শ্রমিক গ্রেফতার শায়েস্তাগঞ্জে স্ত্রীকে নির্যাতনের দায়ে ব্যবসায়ী স্বামীর কারাদন্ড লাখাইয়ের ৩৮টি বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করলেন এমপি আবু জাহির আলোচনা সভা ও দোয়া মাহফিলে জি কে গউছ ॥ জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে জেলা স্বেচ্ছাসেবকদলের সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চুনারুঘাটে এফ.এন ফাউন্ডেশন ইউ,কের উদ্যোগে রহমানিয়া খান দরবার শরিফের ইছালে ছোয়বা ও ওয়াজ মাহফিল নবীগঞ্জে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বানিয়াচং-আজমিরীগঞ্জের সর্বোচ্চ উন্নয়ন হয়েছে-এমপি মজিদ খান হবিগঞ্জ প্রেসক্লাবের চুরিকৃত বৈদ্যুতিক তার উদ্ধার নবীগঞ্জে ছাত্রদলের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালিত

খোশ আমদেদ মাহে রমজান

  • আপডেট টাইম রবিবার, ২৬ মার্চ, ২০২৩
  • ১৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজ ৩ রমজান। রমজান মাসে যারা পীড়িত, অতিবৃদ্ধ, যাদের দৈহিক ভীষণ দুর্বলতার কারণে সিয়াম পালন করা খুবই কষ্টদায়ক হয়ে যায়, যারা সফরে থাকার কারণে রমজানে সিয়াম পালন করতে পারে না তাদের জন্য কাযা, কাফফারা, ফিদইয়া ইত্যাদি বদলা ব্যবস্থা স্থির করে শরী’আতে সুনির্দিষ্ট বিধি-ব্যবস্থা রয়েছে। কুরআন মজীদে ইরশাদ হয়েছেঃ তোমাদের মধ্যে কেউ পীড়িত হলে বা সফরে থাকলে অন্য সময় সংখ্যা পূরণ করে নিতে হবে। এ (সিয়াম) যাদেরকে সাতিশয় কষ্ট দেয় তাদের কর্তব্য এর পরিবর্তে ফিদ্ইয়াণ্ডএকজন মিসকীনকে অন্নদান করা। যদি কেউ স্বতঃস্ফূর্তভাবে সৎ কাজ করে, তবে সেটা তার পক্ষে অধিকতর কল্যাণকর। (সূরা বাক্বারাঃ আয়াত ১৮৪)। তোমাদের মধ্যে যারা এই মাস (রমাদান মাস) পাবে তারা যেনো এই মাসে সিয়াম পালন করে। আর কেউ পীড়িত থাকলে কিম্বা সফরে থাকলে অন্য সময় এই সংখ্যা পূরণ করবে। আল্লাহ তোমাদের জন্য যেটা সহজ সেটাই চান এবং যা তোমাদের জন্য ক্লেশকর তা চান না এজন্য যে, তোমরা সংখ্যা পূরণ করবে। (সূরা বাক্বারা: আয়াত ১৮৫)।
এই দু’আ পাঠ শেষে মুনাজাত করা হয় ঃ আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযুবিকা মিনান্নারি ইয়া খালিকাল জান্নাতি ওয়ান্নারি বিরহমাতিকা ইয়া আযীযু ইয়া গাফফারু ইয়া কারীমু ইয়া সাত্তারু ইয়া রহীমু ইয়া জাব্বারু ইয়া খালিকু ইয়া বাররু। আল্লাহুম্মা আজিরনা মানিন্নারি ইয়া মুজীরু ইয়া মুজীরু ইয়া মুজীরু বিরহমাতিকা ইয়া আরহামার রহিমীন। তারাবীহর সালাত প্রসঙ্গে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি ঈমানের সঙ্গে সওয়াব লাভের আশায় রমাদানে দন্ডায়মান হবে (অর্থাৎ তারাবীহর সালাত আদায় করবে) তার পূর্ববর্তী গোনাহসমূহ ক্ষমা করে দেয়া হবে। (বুখারী শরীফ)।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com