মঙ্গলবার, ২০ মে ২০২৫, ০৬:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আন্তঃজেলা ডাকাত চক্রের ৯ সদস্য গ্রেপ্তার ॥ ৫ গাড়ি জব্দ বাহুবলে মহাসড়কের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় নিহত ৩ ॥ আহত অর্ধশত অলিপুরে অস্বাস্থ্যকর পরিবেশে মাংস বিক্রি ॥ ৪ ব্যবসায়ীকে জরিমানা বাহুবলের পুটিজুরি ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম গ্রেফতার হবিগঞ্জে ব্যবসায়ীকে হত্যার দায়ে ব্যবসায়ীর যাবজ্জীবন রজতজয়ন্তী ও ছাত্র-শিক্ষক পুনর্মিলনী সফল করতে ব্যবস্থাপনা এলামনাই এসোসিয়েশন প্রবাসী শাখার সাধারণ সম্পাদক আব্দুল হাকিম’র সৌজন্য সাক্ষাৎ বানিয়াচংয়ে পূবালী ব্যাংক’র ইসলামী কর্নার উদ্বোধন শায়েস্তাগঞ্জে আ’লীগ নেতা শিবলু গ্রেপ্তার উমেদনগরে ইয়াবাসহ আটক মাদক ব্যবসায়ীর কারাদণ্ড শহরের গোসাইপুরে আরসিসি ড্রেন নির্মাণ করেছে পৌরসভা

হবিগঞ্জ শহরে টমটম ভাড়া ১০ টাকা কার্যকর এপ্রিলের ১ তারিখ থেকে

  • আপডেট টাইম বুধবার, ২২ মার্চ, ২০২৩
  • ২২৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ এপ্রিলের প্রথম দিন হতে হবিগঞ্জ শহরে টমটম ভাড়া হবে ১০ টাকা করে। হবিগঞ্জ পৌরসভায় শহরের যানজট নিরসন ও জনদূর্ভোগ লাঘবে, টমটম পরিচালনায় শৃংখলা আনয়ন এবং টমটম ভাড়া বৃদ্ধি সংক্রান্ত আলোচনা সভা ও মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় ভাড়া ছাড়াও অন্যান্য সিদ্ধান্ত হয়। সিদ্ধান্তগুলোর মধ্যে রয়েছে টমটম নির্ধারিত স্থানে পার্কিং করতে হবে। রাস্তায় পার্কিং করা যাবে না। যেখানে সেখানে গাড়ী ঘোরানো যাবে না। প্রতিটি টমটমের সামনের সীটে একজন এবং পিছনের সীটগুলোতে কোলের শিশু ব্যতীত সর্বোচ্চ ৪ জন যাত্রী বসতে পারবেন। চলন্ত অবস্থায় চালক মোবাইল ফোনে কথা বলতে পারবেন না, ধুমপান করতে পারবেন না অথবা গান বাজাতে পারবেন না। ১৮ বছরের নীচে কেউ চালক হতে পারবেন না। নিয়মকানুন অমান্য করলে টমটমের চালককে প্রথমবার ৫শ টাকা জরিমানা করা হবে। দ্বিতীয়বার পার্কিং ফি নাম্বার প্লেইট বাতিল করা হবে। পৌর টমটম মালিক-শ্রমিক ঐক্য পরিষদ হতে ৬ জন এবং পৌরসভা হতে। ৬ জন স্বেচ্ছাসেবকের সমন্বয়ে একটি মনিটরিং টিম গঠন করা হবে। একটি নির্দিষ্ট কার্যালয় হতে তাদের কার্যক্রম পরিচালিত হবে। প্রতিটি টমটমে একটি হটলাইন নাম্বার থাকবে যাতে কোন অভিযোগ থাকলে ফোন করে তাদের অভিযোগ জানাতে পারবেন। শহরের যানজট নিরসনের লক্ষ্যে হবিগঞ্জ শহরে রাত নয়টার আগে কোন বড় ট্রাক, কাভার্ড ভ্যান বা এ জাতীয় কোন যানবাহন প্রবেশ করতে পারবে না। ফুটপাতে দোকানপাটের মালামাল, সাইনবোর্ড, নির্মাণসামগ্রী, অবৈধ দোকানপাট ইত্যাদি রাখা যাবে না। হবিগঞ্জ পৌরএলাকায় পার্কিং ফি নাম্বার প্লেইট ব্যতীত কোন বহিরাগত টমটম প্রবেশ করতে পারবে না মর্মে সভায় বক্তারা একমত পোষন করেন। হবিগঞ্জ পৌরসভার সভাকক্ষে মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম। সভায় বক্তব্য রাখেন প্রফেসার ইকরামুল ওয়াদুদ, ট্রাফিক ইন্সপেক্টর মোহাম্মদ উল্লাহ, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম মোস্তফা রফিক ও মোঃ ফজলুর রহমান, সাধারণ সম্পাদক প্রদীপ দাস সাগর, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রীর সভাপতি মিজানুর রহমান শামীম, হবিগঞ্জ মটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক শংখ শুভ্র রায়, মাচেন্ট এসোসিয়েশনের সভাপতি সামছু মিয়া, সহ-সভাপতি আব্দুর কদ্দুস, সাধারণ সম্পাদক মফিজুর রহমান বাচ্চু, সাংগঠনিক সম্পাদক আহমেদ জামান শুভ, ব্যাকসের সভাপতি শামছুল হুদা, সাধারণ সম্পাদক শেক মোঃ আলমগীর, সাবেক পৌরকমিশনার আব্দুল মোতালিব মমরাজসহ অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ। পৌর কাউন্সিলরদের মধ্যে উপস্থিত ছিলেন গৌতম কুমার রায়, সফিকুর রহমান সিতু ও টিপু আহমেদ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com