শেখ আমির হামজা, আজমিরীগঞ্জ থেকে ॥ আজমিরীগঞ্জে নবাগত উপজেলা নির্বাহী অফিসার জুয়েল ভৌমিক গতকাল মঙ্গলবার বিকাল আনুমানিক ৩টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করেন।
উক্ত মতবিনিময় সভায় এলাকার স্থানীয় ও জাতীয় পত্রিকার সাংবাদিকগণ অংশ নেন। এতে উপজেলা প্রেসক্লাবের সভাপতি শেখ আমির হামজা, সাধারণ সম্পাদক আবুহেনা, শরীফ উদ্দিন পেশোয়ার, স্বপন বনিক, এবায়দুর রহমান রাসেল, ফরহাদ চৌধুরী, এনামুল হক মিলাদ, সাইদুল ইসলাম বাহার, সোহেল রানা, মিলন মাহমুদ, আশিকুর রহমান, মুজিবুর রহমান মুজিব, রিয়াদ আহমেদসহ প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত সভায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার জুয়েল ভৌমিক বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা ও বর্তমান প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার উদ্যোগে দেশের বিভিন্ন প্রান্তে ও প্রত্যন্ত অঞ্চল সমূহে বিভিন্ন উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে। তাই উপজেলা বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডে সাংবাদিকদের সর্বাত্মক সহযোগীতা কামনা করেন। পাশাপাশি উপজেলায় কর্মরত সাংবাদিকগণ এলাকার বিভিন্ন সমস্যার তথ্য দিয়ে সহযোগীতা করার আহবান জানান।
উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসের ১৩ তারিখ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে আজমিরীগঞ্জে যোগদান করেছেন জুয়েল ভৌমিক। এর পূর্বে তিনি সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে কর্মরত ছিলেন। তিনি সুনামগঞ্জের ছাতক উপজেলার বাসিন্দা। অপরদিকে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার সুলতানা সালেহা সুমী বদলি হয়ে রাজধানী ঢাকায় বন ও পরিবেশ মন্ত্রণালয়য়ে যোগদানের কথা রয়েছে।