মঙ্গলবার, ২০ মে ২০২৫, ০৯:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আন্তঃজেলা ডাকাত চক্রের ৯ সদস্য গ্রেপ্তার ॥ ৫ গাড়ি জব্দ বাহুবলে মহাসড়কের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় নিহত ৩ ॥ আহত অর্ধশত অলিপুরে অস্বাস্থ্যকর পরিবেশে মাংস বিক্রি ॥ ৪ ব্যবসায়ীকে জরিমানা বাহুবলের পুটিজুরি ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম গ্রেফতার হবিগঞ্জে ব্যবসায়ীকে হত্যার দায়ে ব্যবসায়ীর যাবজ্জীবন রজতজয়ন্তী ও ছাত্র-শিক্ষক পুনর্মিলনী সফল করতে ব্যবস্থাপনা এলামনাই এসোসিয়েশন প্রবাসী শাখার সাধারণ সম্পাদক আব্দুল হাকিম’র সৌজন্য সাক্ষাৎ বানিয়াচংয়ে পূবালী ব্যাংক’র ইসলামী কর্নার উদ্বোধন শায়েস্তাগঞ্জে আ’লীগ নেতা শিবলু গ্রেপ্তার উমেদনগরে ইয়াবাসহ আটক মাদক ব্যবসায়ীর কারাদণ্ড শহরের গোসাইপুরে আরসিসি ড্রেন নির্মাণ করেছে পৌরসভা

নবীগঞ্জের দৌলতপুর হাফিজিয়া মাদ্রাসার সাবেক ক্যাশিয়ার আজিজুর রহমানের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ

  • আপডেট টাইম সোমবার, ১৩ মার্চ, ২০২৩
  • ২২১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের দৌলতপুর ও খোদ করিমপুর হাফিজিয়া মাদ্রাসার ৪১ হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে অত্র শিক্ষা প্রতিষ্ঠানের সাবেক ক্যাশিয়ার আজিজুর রহমানের বিরুদ্ধে। এ ঘটনায় প্রতিকার চেয়ে বর্তমান কমিটিসহ এলাকাবাসীর গণস্বাক্ষরকৃত একটি লিখিত অভিযোগ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে দায়ের করা হয়েছে। অভিযোগে উল্লেখ ও সূত্রে জানা যায়, উপজেলার দীঘলবাক ইউনিয়নের দৌলতপুর ও খোদ করিমপুর হাফিজিয়া মাদ্রাসায় বিগত ম্যানেজিং কমিটিতে ক্যাশিয়ার পদে থাকাকালীন সময়ে দৌলতপুর গ্রামের মৃত হাজী নুরুল ইসলামের পুত্র আজিজুর রহমান বর্তমান কমিটিকে কোনো প্রকার হিসাব না সমজিয়ে উক্ত ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের ৪১ হাজার টাকা আত্মসাৎ করেন। এনিয়ে উক্ত মাদ্রাসার কমিটির সভাপতি হাজী আমীর আলীর সভাপতিত্বে একাধিক বার মিটিং হয়। তবুও কোনো মিটিংয়ে উপস্থিত তিনি উপস্থিত হননি। এমনকি বারংবার তাগিদ দিলেও মাদ্রাসার পাওনা ৪১ হাজার টাকা ফেরত দেননি আজিজুর। উল্টো তিনি কমিটির নেতৃবৃন্দের সাথে অসৌজন্যমূলক আচরণ ও নানা ধরনের হুমকি ধামকি দেন। এই ঘটনায় ম্যানেজিং কমিটি সহ এলাকায় সচেতন মহলের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সহ নানা ধরনের আলোচনা সমালোচনা বিরাজ করছে। অবশেষে নিরুপায় হয়ে ম্যানেজিং কমিটির সভাপতি হাজী আমীর আলী ও কমিটির অন্যান্য নেতৃবৃন্দ সহ এলাকার প্রায় অর্ধশতাধিক লোকজনের গণস্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ গত ২ মার্চ নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবরে দাখিল করেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ইমরান শাহরিয়ারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন অভিযোগ পেয়েছি, তদন্ত অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com