বুধবার, ২১ মে ২০২৫, ০৪:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে মা-মেয়েসহ ৩ জনকে হত্যার দায়ে দেবরের মৃত্যুদন্ড লন্ডনে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন লন্ডনে হবিগঞ্জ হার্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ডাঃ কামরুল হাসান তরফদারের সাথে মতবিনিময় নবীগঞ্জে ফেইক আইডি দিয়ে সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ সম্পর্কে মানহানিকর পোষ্ট ॥ নিন্দা, ক্ষোভ বানিয়াচংয়ে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা ॥ দেখার যেন কেউ নেই চুনারুঘাট থেকে ২০ কেজি গাঁজাসহ ১ জনকে গ্রেফতার করেছে র‌্যাব শায়েস্তাগঞ্জে আটক দুই নেতাকে কারগারে প্রেরণ হবিগঞ্জ সদর থানা পুলিশের অভিযানে আ.লীগ নেতা গ্রেপ্তার আন্তঃজেলা ডাকাত চক্রের ৯ সদস্য গ্রেপ্তার ॥ ৫ গাড়ি জব্দ বাহুবলে মহাসড়কের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় নিহত ৩ ॥ আহত অর্ধশত

নিজামপুর ইউনিয়নে মহিলা সমাবেশে জি কে গউছ ॥ খালেদা জিয়াকে দৃষ্টির আড়াল করলেও মানুষের হৃদয় থেকে মুছতে পারেনি

  • আপডেট টাইম সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৮৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মানুষের দৃষ্টির আড়াল করলেও হৃদয় থেকে আলাদা করতে পারেনি। কারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মানুষ ভালোবাসে। খালেদা জিয়ার মুক্তির দাবীতে উঠান বৈঠক আহ্বান করলে জনসভায় পরিণত হয়, একেকটি মহিলা সমাবেশ জনসমুদ্রে পরিণত হয়। কারণ দেশের মানুষ আওয়ামীলীগ থেকে মুক্তি চায়। আওয়ামীলীগের পতন নিশ্চিত করে দেশের গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে চায়।
তিনি গত শনিবার বিকালে হবিগঞ্জ সদর উপজেলার ৯নং নিজামপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত মহিলা সমাবেশে এসব কথা বলেন।
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তি এবং গ্যাস, বিদ্যুৎ ও দ্রব্যমূল্য কমানোর দাবীতে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জি কে গউছ আরও বলেন- বিএনপি যতবারই রাষ্ট্র ক্ষমতায় গিয়েছে নারীদের উন্নয়নে কাজ করেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েই বাংলাদেশে প্রথম মহিলা ও শিশু মন্ত্রনালয় গঠন করেছিলেন। নারীদের অগ্রযাত্রাকে সমৃদ্ধ করেছিলেন। বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তিনি প্রধানমন্ত্রী হয়েই নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে বিভিন্ন উদ্যোগ গ্রহন করেছিলেন। নারীদের বিনা বেতনে শিক্ষা ব্যবস্থা চালু করেছিলেন। নারীদের যাতে অর্থকষ্ট না হয় সে জন্য বয়স্ক ভাতা, বিধবা ভাতা, স্বামী পরিত্যাক্ত মহিলাদের ভাতা ও মাতৃত্বকালিন ভাতা চালু করেছিলেন। এসব কর্মসূচীর মধ্য দিয়ে তিনি বাংলাদেশের নারীদের হৃদয় জয় করেছিলেন। বাংলাদেশের নারীরা খালেদা জিয়াকে ভালোবাসেন। যার ফলশ্রুতিতে খালেদা জিয়াকে কোনো নির্বাচনে পরাজয় বরণ করতে হয়নি। এই জনপ্রিয়তার কারণে আওয়ামীলীগের প্রতিহিংসার শিকার হয়ে সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বন্দী জীবন যাপন করছেন। একজন বয়স্ক ও অসুস্থ্য নারী হলেও বেগম খালেদা জিয়ার উপর বিচারের নামে প্রহসন করা হয়েছে, জুলুম করা হয়েছে। উন্নত চিকিৎসার সুযোগ পর্যন্ত দেয়া হয়নি।
নিজামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী মতিউর রহমান মতিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মজনু তালুকদার ও সাংগঠনকি সম্পাদক মাসুক মিয়া পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী এনামুল হক, সদস্য মহিবুল ইসলাম শাহীন, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামছুল ইসলাম মতিন, আজম উদ্দিন ও এডভোকেট আফজাল হোসেন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম কাওছার, ইউনিয়ন বিএনপি নেতা ইদ্রিস মিয়া, সেলিম মিয়া, জব্বার মিয়া, কিতাব আলী, গিয়াস উদ্দিন মেম্বার, শামীম মেম্বার, আব্দুল আওয়াল মেম্বার, আব্দুল কাইয়ুম, হাজী লেবু মিয়া, শোয়েব মিয়া, জামাল মিয়া, আলাই মিয়া, শামী ম খান, সনু মিয়া, আব্দুল আওয়াল, নুরুল ইসলাম, আব্দুল হামিদ, মন্নাফ মিয়া, ছোরাব আলী, নাজমা আরা বেগম, দিদার বেগম, সৈয়দা বেগম, আমিনা বেগম, কদ্দুস মিয়া, আব্বাস মিয়া, আবু তাহের, মামুন মিয়া, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি উস্তার রাজা, সাধারণ সম্পাদক জামাল মিয়া প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com