শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১০:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুগঞ্জে ৮৯ কেজি গাঁজা উদ্ধার ॥ মাধবপুরের যুবকসহ গ্রেপ্তার দুই হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলুর রহমানের মাতার রুহের মাগফেরাত ও তার ভাইয়ের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে এমপি আবু জাহির ॥ দেশকে সবদিক থেকেই সমৃদ্ধ করে যাচ্ছে বর্তমান সরকার বৈচিত্রপূর্ণ, বর্ণাঢ্য ও সংগ্রামী জীবনের অধিকারী ॥ জিকে গউছের ৫৭তম জন্মদিন আজ জুমার খুৎবায় মুফতি কামরুল ইসলাম শিবলী ॥ যাদের মধ্যে মোনাফিকির লক্ষন আছে তাদেরকে বন্ধু বানানো যাবে না হবিগঞ্জ শহরে চোরাইকৃত টিনসহ ৫ চোর আটক জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশন হবিগঞ্জ জেলা শাখার পরামর্শ ও শোক সভা হবিগঞ্জ শহরের বিভিন্ন ক্লিনিকে স্বাস্থ্য বিভাগের অভিযান প্রাণীসম্পদ সেবা সপ্তাহে এমপি আবু জাহির ॥ চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহবান তরুণদের প্রতি কালিয়ারভাঙ্গায় ঘটনাস্থলে না থেকেও প্রবাসীসহ ৪ ব্যক্তি আসামি হওয়ায় ক্ষোভ

হবিগঞ্জে হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক এর নয়া কমিটি ঘোষণা

  • আপডেট টাইম সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১০২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক এর কমিটি গঠন উপলক্ষে এক সভা গতকাল রবিবার সন্ধ্যায় শহরের রাজনগরস্থ হবিগঞ্জ উন্নয়ন সংস্থার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক হবিগঞ্জ জেলা কমিটির আহবায়ক ও দৈনিক হবিগঞ্জের মুখ পত্রিকার সম্পাদক হারুনুর রশিদ চৌধুরীর সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক হবিগঞ্জ জেলা কমিটির সদস্য সচিব ও হবিগঞ্জ উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহীন। হবিগঞ্জ উন্নয়ন সংস্থার কো-অর্ডিনেটর আরেফ আলী মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় মুক্ত আলোচনায় অংশ নেন দৈনিক প্রতিদিনের বাণী সম্পাদক মোহাম্মদ শাবান মিয়া, অ্যাডভোকেট তাহমিনা খান, সাবেক ভাইস চেয়ারম্যান জাহানারা আক্তার বিউটি, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান, কৃষি ব্যাংকের সিনিয়র অফিসার মোঃ আব্দুল্লাহ, হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও যমুনা টিভির স্টাফ করসপন্টেন্ড প্রদীপ দাশ সাগর, দৈনিক হবিগঞ্জের মুখ পত্রিকার সহযোগী সম্পাদক মঈন উদ্দিন আহমেদ প্রমূখ। শেষে হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক হবিগঞ্জের নয়া কমিটি ঘোষণা করা হয়। কমিটির নেতৃবৃন্দ হলেন- আহবায়ক মোহাম্মদ শাবান মিয়া, যুগ্ম আহবায়ক হারুনুর রশিদ চৌধুরী ও অ্যাডভোকেট তাহমিনা খান, স্টিয়ারিং কমিটির সদস্য যথাক্রমে অ্যাডভোকেট শায়লা খান, জাহানারা আক্তার বিউটি, মোহাম্মদ নাহিজ, প্রদীপ দাশ সাগর ও অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান, সদস্য যথাক্রমে অ্যাডভোকেট মিজান মিয়া, অ্যাডভোকেট ইভা আক্তার তালুকদার, শাকিল চৌধুরী, মঈন উদ্দিন আহমেদ, এসএম সুরুজ আলী, অপু চৌধুরী, আতাউর রহমান, আমিনুল ইসলাম, আলহাজ¦ মাওলানা রশিদ আহমেদ, মোঃ আরেফ আলী মন্ডল, শামীম আহমেদ মহসিন, কহিনুর আখতার রেলী, শারমিন সুলতানা, নীলা নাগ, ঝুমুর সরকার, মাজেদা আক্তার, সালাউদ্দিন রনি, মনির হোসেন, মোঃ আব্দুল্লাহ, রুনা আক্তার স্বপ্না, সৈয়দ শাহ দরাজ, আমির হামজা, এখলাছুর রহমান প্রিয়, নুরুল হক কবির, সৈয়দা নাজমা আক্তার ও অ্যাডভোকেট অপরেশ দাস।
সভায় বক্তাগণ মানবাধিকার সুরক্ষায় ঐক্যবদ্ধভাবে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি নির্যাতিতদের পাশে থাকা, তাদের আইনী সহায়তাসহ অন্যান্য বিষয়ে সার্বিক সহায়তা করার উপর গুরুত্বারোপ করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com