শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০১:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে কৃষি প্রণোদনা বিতরণ করলেন এমপি আবু জাহির শহরে মোতাচ্ছিরুল ইসলামের গণসংযোগ ও লিফলেট বিতরণ এতেকাপে থাকাবস্থায় নবীগঞ্জের এক চেয়ারম্যান প্রার্থী মারামারির মামলার প্রধান আসামী ॥ প্রাণনাশের হুমকি দিচ্ছেন একই গ্রামের অপর প্রার্থী হবিগঞ্জে ভ্যাপসা গরমে অতিষ্ঠ শহরবাসী নবীগঞ্জে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মাধবপুরে কম্বাইন হারভেষ্টার যন্ত্র দিয়ে ধান কাটার উদ্বোধন রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন

বানিয়াচঙ্গে মাহফিলে বায়তুল মোকাদ্দসের ইমাম ড. শায়খ আলী উমর ইয়াকুব আল-আব্বাসী সারা বিশ্বজুড়ে ইসলামের দাওয়াতি কাজ চলছে

  • আপডেট টাইম সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১২৯ বা পড়া হয়েছে

 

বানিয়াচং প্রতিনিধি ॥ ফিলিস্তিনের বায়তুল মোকাদ্দসের ইমাম ও খতিব ড. শায়খ আলী উমর ইয়াকুব আল-আব্বাসী বলেছেন, ইসলাম শুরু হয়েছে প্রথমে মক্কা থেকে। পরে মদীনা জয় করার পর মক্কা জয়ের মাধ্যমে পর্যায়ক্রমে সারা বিশ্বে পবিত্র ইসলামের বিস্তৃতি ঘটেছে। এজন্য সাহাবায়ে কেরামগণ বিরাট ভূমিকা রেখেছেন। বর্তমানেও চারদিকে ইসলামের দাওয়াতি কাজ চলছে। কোন বাঁধা ইসলামের জয়রথকে থামিয়ে দিতে পারবে না। গতকাল রবিবার (৫ ফেব্রুয়ারি) রাত ৮টায় বানিয়াচংয়ে সিনিয়র ফাজিল মাদরাসার ৯৩তম বার্ষিক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, মাদরাসাগুলো হচ্ছে ইসলামের দূর্গও ঘাঁটি। মাদরাসাগুলো থেকে আলেম, মোফাচ্ছির ও ফকীহগণ সৃষ্টি হচ্ছেন। আর দাওয়াতে তাবলিগের মাধ্যমে সারা বিশ্বজুড়ে ইসলামের প্রচার-প্রসার ঘটছে। এক্ষেত্রে ইসলামের রজ্জুকে সীসাঢালা প্রাচীরের ন্যায় আঁকড়ে ধরে থাকতে হবে।
এতে সভাপতিত্ব করেন প্রিন্সিপাল মাওলানা আব্দাল হোসেন খান। ইংল্যান্ডের ইউনিভার্সিটি হসপিটাল অফ ওয়েলসের চ্যাপলিন (ধর্মগুরু) মাওলানা ফরিদ আহমদ খান প্রধান অতিথির আরবী বয়ানকে বাংলায় অনুবাদ করেন। মহাসম্মেলনে সকল শ্রেণিপেশার মানুষের উপচেপড়া উপস্থিতি ছিল। বিভিন্ন জায়গায় বসানো হয়েছে প্রজেক্টর। মানপত্র পাঠ করেন সিনিয়র ফাজিল মাদরাসার প্রভাষক মাওলানা মোবাশ্বির আহমদ খান। এ সময় উপস্থিত ছিলেন, হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল মজিদ খান, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন খান, ভাইস চেয়ারম্যান ফারুক আমিন তালুকাদার, মাওলানা বদরুল আলম হামিদী (পীর সাহেব বরুণী), মুফতি আমিরুল ইসলাম, মাওলানা সালেহ আহমদ হামিদী, মাওলানা আলী হায়দার, মাওলানা কাজী মুফতি আতাউর রহমান, মাওলানা আব্দুল ওয়াদুদ ও মাওলানা শায়খ সিরাজুল ইসলামসহ বিভিন্ন গণমাধ্যমের কর্মীবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com