স্টাফ রিপোর্টার ॥ ঢাকা পুরাতন পল্টনে নুরজাহান শরীফ প্লাজায় ৭ম তলায় আল-ইয়ামিন ট্রাভেলস এন্ড ট্যুরস্ এর নতুন অফিস উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিক ভাবে এ প্রতিষ্ঠানের উদ্বোধন করেন হবিগঞ্জ-২ আসনের সদস্য সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খান। অনুষ্ঠানে এ উপলক্ষ্যে আয়োজিত মিলাদ মাহফিলেও অংশ গ্রহন করেন সংসদ সদস্য। এছাড়াও মিলাদ মাহফিলে অংশ নেন এসোসিয়েশন ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ এর প্রেসিডেন্ট এসএম মঞ্জুর মোর্শেদ (মাহবুব), মহাসচিব আব্দুস সালাম আরেফ, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি আনিসুল ইসলাম জুয়েলসহ গন্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে আগত অতিথিদের স্বাগত জানান প্রতিষ্ঠানে স্বত্ত্বাধিকারি হবিগঞ্জের আজমিরীগঞ্জের কাকাইলছেও ইউনিয়নের বাসিন্দা মোঃ শাহিন মিয়া।
উল্লেখ্য সরকার অনুমোদিত ট্রাভেল এজেন্ট আল-ইয়ামিন ট্রাভেলস এন্ড ট্যুরস। এর মাধ্যমে সকল দেশের ভিসা প্রসেসিং, হজ্ব ও ওমরাহ প্যাকেজ, সকল দেশের ম্যান পাওয়ার কার্ড করা হয়। এছাড়া সূলভ মূল্যে অভ্যান্তরীন ও আন্তর্জাতিক এয়ার টিকেটসহ বিদেশ গমনে সকল প্রকার সহযোগিতা করা হয়।