রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০৩:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে সংঘর্ষের পাঁচ দিন পর চিকিৎসাধীন অবস্থায় রিমনের মৃত্যু এলাকায় শোকের ছায়া শায়েস্তাগঞ্জে সেপটিক ট্যাংকে ২ নির্মাণ শ্রমিকের মৃত্যু হবিগঞ্জের ঐতিহ্যকে ধরে রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে-জালাল আহমেদ নবীগঞ্জের হৃত গৌরব ফিরিয়ে আনতে অধ্যাপক আব্দুল হান্নান-এর আহ্বান নবীগঞ্জে রিমনের মৃত্যুতে শহরে থমথমে পরিস্থিতি পুলিশের টহল জোরদার ॥ মার্চেন্ট এসোসিয়েশনের সভা স্থগিত মায়ের কবরের পাশে হত্যার শিকার রিমন দেশে বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার চলছে-সৈয়দ শাহজাহান জনি হত্যা মামলার আসামি সাজুকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ বানিয়াচং মডেল প্রেসক্লাব পূনর্গঠন সভাপতি লিটন, সম্পাদক সফিকুল নবীগঞ্জে ঝুলন্ত অবস্থায় যুবকের লাশ উদ্ধার

নবীগঞ্জে আগুনে মুদির দোকান ভস্মীভূত ॥ ৫০ লাখ টাকার ক্ষতি

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩
  • ২০৭ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ শহরে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় একটি মুদি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি ও ৮০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। গত রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে শহরের নতুন বাজার মোড়ে সুরমা ট্রেডার্স নামক একটি দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়- রবিবার গভীর রাতে হঠাৎ করে শহরের নতুন বাজার মোড়ে হিমাংশু শেখর রায়ের মালিকানাধীন সুরমা ট্রেডার্সে আগুন দাউ দাউ করে জ্বলতে শুরু করে। এ সময় স্থানীয় লোকজন আগুনে নেভানোর চেষ্টা করেন। পরে আগুনের তীব্রতা বেড়ে গেলে ৯৯৯ কল দিয়ে সহযোগীতা চাওয়া হয়। তাৎক্ষণিক নবীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের একদল ফায়ার ফাইটার ঘটনাস্থলে পৌঁছে অগ্নিনির্বাপণে কাজ শুরু করে। ফায়ার কর্মী ও স্থানীয়দের প্রচেষ্ঠায় প্রায় ১ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে মালামালসহ পুরো দোকান পুড়ে ছাই হয়ে যায়। সুরমা ট্রেডার্স দোকানের স্বত্বাধিকারী হিমাংশু শেখর রায় জানান, প্রতিদিনের ন্যায় দোকান বন্ধ করে বাসায় চলে যাই, হঠাৎ অগ্নিকাণ্ডের খবর পেয়ে এসে দেখি পুরো দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এঘটনায় আমার প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। নবীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত ইনচার্জ হাবিবুর রহমান জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই, আগুনের তীব্রতা অনেক বেশি ছিল, আশপাশের দোকানে আগুন ছড়িয়ে যাওয়ার আশংকা ছিল। তাৎক্ষনিক আমরা অনেক চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনি। অগ্নিকাণ্ডে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এবং আশপাশের দোকানের ৮০ লাখ টাকার মালামাল আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। আমাদের প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক শর্টসার্কিট হতে আগুণের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com