প্রেস বিজ্ঞপ্তি ॥ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হবিগঞ্জ জেলা তাঁতীদল এর উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২২ জানুয়ারী বিকালে হবিগঞ্জ শহরের ইসলামিয়া এতিমখানায় ওই আলোচনা সভা, দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়। হবিগঞ্জ জেলা তাঁতীদল সভাপতি সৈয়দ তোফায়েল ইসলাম কামাল এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভা দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি এডভোকেট মঞ্জুর উদ্দিন আহমেদ শাহিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক নির্বাচিত সাংগঠনিক সম্পাদক ও বর্তমান যুগ্ম আহবায়ক এডভোকেট মোঃ এনামুল হক সেলিম। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলা বিএনপি সদস্য এডভোকেট মোঃ আব্দুল হাই, জেলা আইনজীবি ফোরাম নেতা এডভোকেট মুজিবুর রহমান চৌধুরী, জেলা বিএনপি নেতা দেলোয়ার হোসেন দিলু, জেলা ওলামাদল সভাপতি ক্বারী কবির হোসেন, সাধারণ সম্পাদক মাওলানা কাশেম বিল্লাহ নোমান, জেলা তাঁতীদল সিনিয়র সহ-সভাপতি খোকন শাহী ধনু, জেলা যুবদল যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আরব আলী, পৌর ওলামাদল সভাপতি হাফেজ মোঃ নূরুল হক, জেলা তাঁতীদল সাংগঠনিক সম্পাদক একেএম রাজিব, বিএনপি নেতা মোঃ তারা মিয়া, সুব্রত বৈষ্ণব, পৌর তাঁতীদল আহবায়ক লিটন সরকার, সদর উপজেলা তাঁতীদল যুগ্ম আহবায়ক মীর কামরুজ্জামান রুবেল, বানিয়াচং উপজেলা তাঁতীদল যুগ্ম আহবায়ক আবুল হাসান আছাদ, বাচ্চু মিয়া, মোঃ জয়নাল মিয়া প্রমূখ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর আত্মার শান্তি ও মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন মাওলানা হাফেজ মুবাশ্বির আহমেদ।