মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ০৪:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে জমি নিয়ে বিরোধ দু’পক্ষের সংঘর্ষে নিহত ১ তিন দিনে ৭০ লক্ষাধিক টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি নবীগঞ্জ করগাঁও ইউনিয়নের সাড়ে ৩ কিলোমিটার সড়ক চলাচলের অনুপযোগী হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের অর্থবছরের বাজেট ঘোষণা নবীগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাধবপুরে মানসিক প্রতিবন্ধী কিশোরী ধর্ষণে অভিযুক্ত আকাশকে পটুয়াখালী থেকে গ্রেফতার করেছে র‌্যাব হবিগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রক্ষিত মালামাল নিলাম মাধবপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু ॥ গ্রামজুড়ে শোকের ছায়া শায়েস্তাগঞ্জে ইন্টেক সিলিন্ডার থেকে গ্যাস চুরি করায় কৃষকলীগ নেতা আটক শহরে বিএনপির অফিসে অগ্নিসংযোগ মামলার আসামি গ্রেফতার

হবিগঞ্জে জাঁকজমক অনুষ্ঠানের মধ্য দিয়ে এশিয়ান টেলিভিশনের বর্ষপূতি উদযাপন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩
  • ২৩৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে জাঁকজমক অনুষ্ঠানমালার মধ্য দিয়ে এশিয়ান টেলিভিশন ও এশিয়ান রেডিও’র ১০ম বর্ষপূতি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে হবিগঞ্জ প্রেসক্লাব মিলায়তনে আলোচনা সভা, কেক কাটা হয়।
হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ নাহিজ এর সভাপতিত্বে ও এশিয়ান টেলিভিশনের হবিগঞ্জ জেলা প্রতিনিধি এসএম সুরুজ আলীর পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান। বিশেষ অতিথি ছিলেন-হবিগঞ্জের পুলিশ সুপার এসএম মুরাদ আলী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ খলিলুর রহমান, জাতীয় পার্টির কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক বিশিষ্ট শিল্পপতি শংকর পাল, হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্টিজের প্রেসিডেন্ট মিজানুর রহমান শামীম, হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রদীপ দাশ সাগর, এয়ারলিংক ক্যাবল নের্টওয়ার্কের ব্যবস্থপনা পরিচালক সৈয়দ তোফায়েল ইসলাম কামাল, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আব্দুল হালীম প্রমূখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম মর্তুজা, হবিগঞ্জ সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, সাবেক সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, সাবেক সাধারণ সম্পাদক সায়েদুজ্জামান জাহির, প্রেসক্লাবের সহ-সম্পাদক শাকিল চৌধুরী, দৈনিক বিজয়ের প্রতিধ্বনির সম্পাদক আনিছুজ্জামান চৌধুরী রতন, ফয়সল চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান মুকুল, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি আবু সালেহ নুরুজ্জামান চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মোঃ ছানু মিয়া, দৈনিক যায়যায় দিনের জেলা প্রতিনিধি নূরুল হক কবির, গ্লোবাল টিভির এমএ আজিজ সেলিম, বাংলা টিভির জেলা প্রতিনিধি জাকারিয়া চৌধুরী, সাংবাদিক নায়েব হোসাইন, আজহারুল ইসলাম মুরাদ, সাইফুর রহমান তারেক, এখন টিভির জেলা প্রতিনিধি কাজল সরকার, বিজয় টিভির ইলিয়াছ আলী মাসুক, দৈনিক প্রভাকরের ভারপ্রাপ্ত সম্পাদক সহিবুর রহমান, দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি এএম শাহ আলম, সৈয়দ মশিউর রহমান, দেশটিভির আমির হামজা, সাংবাদিক জুয়েল চৌধুরী, রাহীম, শংকর শীল প্রমূখ। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তালাওয়াত করেন এসএ টিভির জেলা প্রতিনিধি আব্দুর রউফ সেলিম। অনুষ্ঠানে পুলিশ সুপার জেলা পুলিশের পক্ষ থেকে এশিয়ান টিভি বর্ষপূর্তি উপলক্ষে টিভি প্রতিনিধি এসএম সুরুজ আলীকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। পরে কেক কাটেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন-বর্তমান সরকার মতায় আসার পর প্রধানমন্ত্রীর নেতৃত্বে প্রিন্ট ও ইলেক্টনিক্স মিডিয়ার বিপ্লবিক পরিবর্তন হয়েছে। এশিয়ান টিভি এর অন্যতম ধারক ও বাহক। মুক্তিযুদ্ধে চেতনাকে ধারণ করে বস্তনিষ্ঠ প্রচারের পাশাপাশি দেশের খ্যাতিমান শিল্পীদের অংশ গ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান প্রচার করে যাচ্ছে এশিয়ান টেলিভিশন। তিনি এশিয়ান টিভি’র সাফল্য কামনা করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com