বুধবার, ২১ মে ২০২৫, ১০:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে মা-মেয়েসহ ৩ জনকে হত্যার দায়ে দেবরের মৃত্যুদন্ড লন্ডনে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন লন্ডনে হবিগঞ্জ হার্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ডাঃ কামরুল হাসান তরফদারের সাথে মতবিনিময় নবীগঞ্জে ফেইক আইডি দিয়ে সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ সম্পর্কে মানহানিকর পোষ্ট ॥ নিন্দা, ক্ষোভ বানিয়াচংয়ে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা ॥ দেখার যেন কেউ নেই চুনারুঘাট থেকে ২০ কেজি গাঁজাসহ ১ জনকে গ্রেফতার করেছে র‌্যাব শায়েস্তাগঞ্জে আটক দুই নেতাকে কারগারে প্রেরণ হবিগঞ্জ সদর থানা পুলিশের অভিযানে আ.লীগ নেতা গ্রেপ্তার আন্তঃজেলা ডাকাত চক্রের ৯ সদস্য গ্রেপ্তার ॥ ৫ গাড়ি জব্দ বাহুবলে মহাসড়কের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় নিহত ৩ ॥ আহত অর্ধশত

নবীগঞ্জে আইনশৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম বুধবার, ৬ আগস্ট, ২০১৪
  • ৪৮১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ গতকাল মঙ্গলবার সকালে নবীগঞ্জ উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কমিটির উপদেষ্টা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলমগীর চৌধুরী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মাওলানা আশরাফ আলী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মাহমুদুল হক, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ লিয়াকত আলী, উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি ইজাজুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা প্রশাসক ডাঃ অর্ধেন্দু দেব, আউশকান্দি ইউপি চেয়ারম্যান দিলাওর হোসেন দেবপাড়া ইউপি চেয়ারম্যান এড.মাসুম আহমেদ জাবেদ, নবীগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুক্তাদির চৌধুরী, বড় ভাকৈর ইউপি চেয়ারম্যার সমর দাশ, নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি এটিএম নূরুল ইসলাম খেজুর, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মাহমুদ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, সাবেক ইউপি সদস্যা আওয়ামী মহিলালীগ নেত্রী সাইফা রহমান কাকলী, পূর্ব তিমিরপুর দারুল হিকমা জামেয়া ইসলামীয়া আলীম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান, নবীগঞ্জ জেকে মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সালাম।
সভায় শহরে তীব্র যানজট সমস্যা সমাধানের লক্ষে দ্রুততম সময়ের মধ্যে সাকুয়া, কাজিরবাজার, ইনাতগঞ্জ ও মার্কুলীগামী সকল প্রকার যানবাহনের স্ট্যান্ড শহরের গন্ধা এলাকায় সরিয়ে নেয়াসহ শহরের আনমনু সড়কস্থ মদের পাট্টাটিও শহরের বাইরে স্থানান্তরের সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সম্প্রতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তালা ঝুলিয়ে যে বা যারা সরকারী কাজে বাধার সৃষ্টি করেছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহন, পাহাড় কাটার বিষয়ে সরেজমিনে তদন্তপূর্বক জনস্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া সভায় নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতির বাড়ির নিজস্ব চলাচলের রাস্তায় কতিপয় লোক প্রতিবন্ধকতা সৃষ্টি করছে এবং মাননীয় সহকারী জজ আদালত এবং বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে তার জানমালের ক্ষতি করতে পারে মর্মে সভাকে অবগত করলে প্রতিবন্ধকতা সৃষ্টিকারীসহ কেউ যাতে আইনশৃংখলার অবনতি ঘটাতে না পারে সে জন্য আইন প্রয়োগকারী সংস্থা সময় মতো ব্যবস্থা নিবে বলে প্রেসক্লাব সভাপতিকে আশ্বস্থ করা হয়। সভায় নবীগঞ্জের ঘরে ঘরে গ্যাস বিষয়ে আলোচনায় সভাপতি তার বক্তব্যে উপজেলার ইনাতগঞ্জ, দিঘলবাঁক ও আউশকান্দি ইউনিয়নে অগ্রাধিকার ভিত্তিতে গ্যাস সংযোগ দেয়ার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইতিবাচক সাড়া পাওয়া গেছে বলে জানানো হয়। পরবর্তী পর্যায়ে সকল ইউনিয়নে পর্যায়ক্রমে গ্যাস সংযোগ দেয়া হবে বলেও কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা সভাকে অবহিত করেন। সেই সাথে বিবিয়ানা পাওয়ার প্ল্যান্ট উদ্বোধন করতে প্রধানমন্ত্রী কয়েক মাসের মধ্যে নবীগঞ্জ আসবেন বলে জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com