স্টাফ রিপোর্টার ॥ শেখ হাসিনা ন্যাশনাল ইনিষ্টিটিউট অব বার্ণ এন্ড প্লাষ্টিক সার্জারী এর জাতীয় সমন্বয়কারী ডাঃ সামন্ত লাল সেন ও তার স্ত্রী রত্না সেন গতকাল হবিগঞ্জ শহরের এ্যাপেলো হাসপাতাল এন্ড ডায়গনষ্টিক সেন্টার পরিদর্শন করেন। দুপুরে স্বস্ত্রীক শহরের সবুজবাগস্থ হাসপাতালে পৌছলে চেয়ারম্যান মোহাম্মদ নাহিজ ও ব্যবস্থাপনা পরিচালক বিপ্লব কুমার দেব তাদেরকে স্বাগত জানান। পরে তিনি ডায়গনষ্টিক সেন্টার ঘুরে দেখেন। তিনি সেন্টারের ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করে বলেন, রোগীদের সেবার ব্রত নিয়ে সেন্টার পরিচালনা করতে হবে। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ডাঃ হিমাংসু চন্দ্র দে, ডায়গনষ্টিক সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক ডাঃ সুদিপ তালুকদার রনি। পরিচালক মামুনুর রশিদ ইকবাল, মোঃ জামাল আহম্মেদ, রিংকু মালাকার, শাহাদাত হোসেন, পংকজ রায়, তোফায়েল আহমেদ, মোঃ এনামুল হক, শাহ আলম, আমিনুল হক ও স্টাফ রাহাত মিয়া, দেবব্রত চৌধুরী প্রমুখ।
পরিদর্শনকালে ডাঃ সামন্ত লাল সেন ও তার স্ত্রী রত্না সেন সহ অতিথিবৃন্দকে এ্যাপেলো হাসপাতাল এন্ড ডায়গনষ্টিক সেন্টারের পক্ষ থেকে সম্মাননা স্বারক ও ফুলের শুভেচ্ছা জানানো হয়।