স্টাফ রিপোর্টার ॥ হাকিম ফাউন্ডেশন ইউ এসএ এর অর্থায়নে ও পথশিশু সহায়তা সংগঠন উদ্যোগে দু’দিন ব্যাপী হবিগঞ্জের বিভিন্ন ইউনিয়নে গরীব ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। পৃথম ধাপে হবিগঞ্জ সদর উপজেলার পইল ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের শতাধিক পরিবারের মাঝে পথশিশু সহায়তা সংগঠন এর পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পইল ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ মইনুল হক আরিফ। পথশিশু সহায়তা সংগঠন এর প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ নূর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট মুরুব্বী আব্দুল মন্নাফ, পথশিশু সহায়তা সংগঠনের উপদেষ্ঠা অ্যাডভোকেট সাকিউল আলম সানি, হাসিনা সুলতানা প্রমুখ। দ্বিতীয় ধাপে কার্যক্রম লাখাই উপজেলা বুল্লা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের শতাধিক দরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৫নং করাব ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুল কুদ্দুস। বিশেষ অতিথি ছিলেন ৬ নং বুল্লা ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট খোকন গোপ। এছাড়া পথশিশু সহায়তা সংগঠনের উপদেষ্ঠাসহ সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অতিথিবৃন্দ ও পথশিশু সহায়তা সংগঠনের নেতৃবৃন্দ এ ধরণের মহতি কাজে এগিয়ে আসায় হাকিম ফাউন্ডেশন ইউ এসএ প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হবিগঞ্জের নবীগঞ্জের করগাও গ্রামের কৃতি সন্তান রোকন হাকিমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং রোকন হাকিমসহ তার পরিবারের সদস্যদের সুস্থ্যতা ও দীর্ঘায়ূ কামনা করেন। হাকিম ফাউন্ডেশন ইউ এসএ চেয়ারম্যান রোকন হাকিম সফল ভাবে শীতবস্ত্র বিতরণ সম্পন্ন করায় পথশিশু সহায়তা সংগঠনের সকল নেতৃবৃন্দসহ অতিথিবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং তাদের ধন্যবাদ জানান। পাশাপাশি বলেন-ভবিষ্যতে শিক্ষার মান্নোয়নসহ সামাজিক কর্মকান্ড তার পক্ষ থেকে অব্যাহত থাকবে বলেন তিনি জানান।