প্রেস বিজ্ঞপ্তি ॥ সুষ্ঠ ধারায় বাউল গান চালুর দাবিতে জেলা বাউল কল্যাণ ফেডারেশন হবিগঞ্জ এর নেতৃবৃন্দ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছেন। তৌহিদুল ইসলাম তৌহিদ ও ইউপি চেয়ারম্যান এজাজ ঠাকুর চৌধুরীর স্বাক্ষরিত গত রবিবার সকাল ১০টায় এ স্মারকলিপি প্রদান করেন। সংগঠনের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন তৌহিদুল ইসলাম তৌহিদ, সাবেক ইউপি চেয়ারম্যান সাহেব আলী, শেখ সেবুল মিয়া, হবিগঞ্জ জেলা সাউন্ড মালিক সমিতির সভাপতি শাহ আলম চৌধুরী মিন্ঠু। এছাড়াও এ সময় জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত ছিলেন সবুজ মিয়া, খন্দকার কবির, স্বপন মিয়া, নৃত্য পাল, উজ্জল সরকার, শান্তা ইসলাম, শিউলী রানী পাল, লাভনী সরকার প্রমুখ। এ সময় জেলা প্রশাসক বাউল গান চালুর জন্য নেতৃবৃন্দকে আসস্থ করেন।