মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ০৪:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে জমি নিয়ে বিরোধ দু’পক্ষের সংঘর্ষে নিহত ১ তিন দিনে ৭০ লক্ষাধিক টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি নবীগঞ্জ করগাঁও ইউনিয়নের সাড়ে ৩ কিলোমিটার সড়ক চলাচলের অনুপযোগী হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের অর্থবছরের বাজেট ঘোষণা নবীগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাধবপুরে মানসিক প্রতিবন্ধী কিশোরী ধর্ষণে অভিযুক্ত আকাশকে পটুয়াখালী থেকে গ্রেফতার করেছে র‌্যাব হবিগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রক্ষিত মালামাল নিলাম মাধবপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু ॥ গ্রামজুড়ে শোকের ছায়া শায়েস্তাগঞ্জে ইন্টেক সিলিন্ডার থেকে গ্যাস চুরি করায় কৃষকলীগ নেতা আটক শহরে বিএনপির অফিসে অগ্নিসংযোগ মামলার আসামি গ্রেফতার

আজ শায়েস্তাগঞ্জের নুরপুর ও ব্রাহ্মণডোরা ইউনিয়নে ভোট

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২
  • ২১৯ বা পড়া হয়েছে

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ উপজেলায় শেষ ধাপে নুরপুর ও ব্রাহ্মণডোরা ইউনিয়নে ৯৯ জন প্রার্থী ভোট যুদ্ধ আজ। সকাল সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত একটানা চলবে এ ভোট গ্রহণ। নুরপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন ৩ জন প্রার্থী। সংরক্ষিত ওয়ার্ডের নারী সদস্য প্রার্থী হিসেবে ১০জন এবং সাধারণ ওয়ার্ডের সদস্য প্রার্থী ৩০জন। অপর দিকে ব্রাহ্মণডোরা ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন ৬জন প্রার্থী। সংরক্ষিত ওয়ার্ডের নারী সদস্য প্রার্থী হিসেবে ১১ জন এবং সাধারণ ওয়ার্ডের সদস্য প্রার্থী ৩৯জন। সব মিলিয়ে ভোট যুদ্ধে রয়েছেন মোট ৯৯জন প্রার্থী। দুটি ইউনিয়নে ভোটাররা নির্ধারণ করবেন চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্যদের ভাগ্য। ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) মাধ্যমে ভোট হওয়ায় সাধারণ নারী-পুরুষদের মধ্যে ভোট দেয়া নিয়ে রয়েছে কিছুটা শঙ্কা। যদিও নির্বাচন কমিশন ইভিএম মাধ্যমে ভোট দেয়া সহজ করতে ইতিমধ্যেই বেশ কয়েকটি ক্যাম্পেইন সম্পন্ন করেছে।
এদিকে, বুধবার (২৮ ডিসেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসারদের কাছে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পৌঁছে দেয়া হয়েছে। সম্পন্ন করা হয়েছে সকল প্রস্তুতি। নুরপুর ইউনিয়নে নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীরা হলেন, স্বতন্ত্র আলহাজ্ব গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল (আনারস), আওয়ামী লীগ মনোনীত মোঃ সেবন মিয়া (নৌকা), জাতীয় পার্টির মনোনীত এম এম হেলাল (লাঙ্গল)।
অপর দিকে ব্রামণডোরা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীরা হলেন- বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হোসাইন মোঃ আদিল জজ মিয়া (নৌকা), স্বতন্ত্র জসিম উদ্দিন আহমেদ (আনারস), মোঃ টিপু সুলতান (ঘোড়া), জাহাঙ্গীর মিয়া চৌধুরী (চশমা), মোঃ হুমায়ুন কবির (অটোরিক্সা) ও মোঃ তাজুল ইসলাম (মোটরসাইকেল)।
ইভিএম এর ভোটের বিষয়ে উপজেলা নির্বাচন অফিসার ও রিটানিং কর্মকর্তা মুহাম্মদ মনিরুজ্জামান বলেন, ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ভোট দান সচ্ছ এবং খুব সহজ। নির্ভূল ভাবে ভোট গ্রহনের সঠিক মাধ্যম এটি। জাল ভোট কিংবা কারচুপি করার কোন সুযোগ নেই ইভিএমে। যে সব ঝুঁকি পূর্ণ কেন্দ্র রয়েছে সেই গুলো ভোট কেন্দ্রে শান্তি পূর্ণ ভোট গ্রহণের জন্য কঠোর নিরাপত্তা নেওয়া হয়েছে। এ নির্বাচনে র‌্যাব, পুলিশ, বিজিবি, আনসার ভিডিপি, ৫জন নির্বাহী ম্যাজিস্টেট নেতৃত্বে ৫টি স্টাইকিং ফোর্স ও একজন জুডিসিয়াল মেজিস্টেট নির্বাচনে সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com