রবিবার, ১৪ এপ্রিল ২০২৪, ০৪:৪৫ অপরাহ্ন

প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক ও পরিচালকদের সাথে মেয়র আতাউর রহমান সেলিমের মতবিনিময়

  • আপডেট টাইম শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২
  • ১৪৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌর এলাকার প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক ও পরিচালকদের সাথে মতবিনিময় করেছেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম। এ মতবিনিময়ের লক্ষ্যে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় পৌরসভার সভাকক্ষে মেয়রের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় হবিগঞ্জ পৌর এলাকার প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক ও পরিচালকগণ উপস্থিত থেকে সার্বিক বিষয়ে মতামত ও পরামর্শ তুলে ধরেন। সভাপতির বক্তৃতায় পৌর মেয়র আতাউর রহমান সেলিম বলেন, ‘আমাদের শহরের প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টারগুলো বেশীরভাগই প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ সড়ক গুলোতে অবস্থিত। অধিকাংশ প্রতিষ্ঠানের নিজস্ব পার্কিং ব্যবস্থা না থাকার কারণে চিকিৎসা সেবা নিতে আসা রোগীদের যানবাহ রাস্তায় পার্কিং করে রাখা হয়। ফলে শহরে তীব্র যানজট দেখা দেয়।’ তিনি বলেন,‘প্রতিষ্ঠানগুলো যানবাহনের জন্য পার্কিংয়ের ব্যবস্থা করলে সে সমস্যা অনেকটাই কেটে যাবে।’ যানজট হ্রাসকরণ ছাড়াও মেডিক্যাল বর্জ্য ব্যবস্থাপনা সুষ্টুভাবে সম্পন্ন করার জন্য সভায় বক্তারা গুরুত্বারোপ করেন। মালিক, পরিচালকসহ প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ এবং পৌরসভার সার্বিক সমন্বয়ে শহরের একটি সুষ্টু ব্যবস্থাপনা গড়ে তোলতে বক্তারা ঐক্যমত পোষন করেন। মালিক ও পরিচালকদের পক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন শফিকুল বারী আওয়াল, মশিউর রহমান শামীম, শামীম আহমেদসহ অন্যান্যরা। পৌর কউন্সিলরদের মাঝে উপস্থিত ছিলেন গৌতম কুমার রায়, টিপু আহমেদ, সফিকুর রহমান সিতু ও শেখ সুমা জামান।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com