শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১২:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে জনতার গণপিটুনিতে ডাকাত সর্দার নিহত ॥ আটক ১ চুনারুঘাটে ৬ সন্তানের জননীকে শ্বাসরোধ করে হত্যা ॥ স্বামী আটক স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে এমপি আবু জাহির ॥ মুক্তিযুদ্ধের চেতনা সকল ক্ষেত্রে বাস্তবায়ন করুণ খোশ আমদেদ মাহে রমজান ব্রাহ্মণবাড়িয়ায় নদীতে ডুবে শায়েস্তাগঞ্জের শিশুর মৃত্যু হবিগঞ্জ এলায়েন্স লুটন ইউকের উদ্যোগে স্মৃতিচারণ ॥ দোয়া ও ইফতার মাহফিল মহান স্বাধীনতা দিবসে নবীগঞ্জ পৌরসভা উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান নবীগঞ্জে হত্যা মামলার আসামীসহ ২ জন গ্রেপ্তার নবীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত চুনারুঘাটে ছাগলকে হত্যার অপরাধে ব্যবসায়ী কারাগারে

লস্করপুরবাসী প্রমাণ করেছেন এই এলাকা নৌকার ঘাটি-এমপি আবু জাহির

  • আপডেট টাইম শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২
  • ১১৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, আওয়ামী লীগের শীর্ষ নেতাদের গ্রেনেড হামলার মাধ্যমে হত্যা করে বিএনপি। সে সময় বৈদ্যের বাজারে সাবেক অর্থমন্ত্রী আপদমস্তক একজন ভাল মানুষ শাহ এএমএস কিবরিয়াকে হত্যার মধ্য দিয়ে লস্করপুরকে কলঙ্কিত করেছিল তারা। এছাড়াও মানুষ হত্যা, দেশের সম্পদ লুটপাট, এতিমের টাকা আত্মসাতসহ নানা অপরাধে দেশের মানুষ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে।
তিনি গতকাল হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেছেন। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল জলিলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাইয়ের পরিচালনায় এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
এতে এমপি আবু জাহির আরও বলেন, বর্তমান সরকারের আমলে বিগত দিনে লস্করপুরসহ হবিগঞ্জে যে পরিমাণ উন্নয়ন বাস্তবায়ন হয়েছে এ পরিমাণ উন্নয়ন স্বাধীনতা পরবর্তী সময়ে কোন সরকার করতে পারেনি। লস্করপুর ইউনিয়নবাসীও বিগত দিনে নৌকায় ভোট দিয়ে প্রমাণ করেছেন এ এলাকা নৌকার ঘাটি, শেখ হাসিনার ঘাটি। এই ধারা অব্যাহত রাখতে ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান তিনি।
বর্ধিত সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সহ সভাপতি মোঃ নূরুল হক, সাংগঠনিক সম্পাদক ও পইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সৈয়দ মঈনুল হক আরিফ প্রমুখ। ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিটি ওয়ার্ডের সভাপতি-সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ এতে উপস্থিত ছিলেন।
এর আগে এমপি আবু জাহির প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে লস্করপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ৪৫০ জন নারী-পুরুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। এ সময় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আয়েশা আক্তার ও লস্করপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহমুবুর রহমান হিরোসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com