মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ০২:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

শ্রীমতপুরে জনসাধারণের চলাচলের রাস্তা কেটে প্রতিবন্ধকতা ॥ গ্রামবাসীর ভোগান্তি ইউএনও বরাবর অভিযোগ দায়ের

  • আপডেট টাইম শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২
  • ২০৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার শ্রীমতপুর গ্রামে জনসাধারণের চলাচলের রাস্তায় মাটি কেটে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন স্বপন চৌধুরী নামের এক ব্যক্তি।
এতে গ্রামবাসী চরম ভোগান্তিতে পড়েছেন। এ বিষয়ে প্রতিকার চেয়ে গ্রামবাসীর পক্ষে মৃত মোফাজ্জল চৌধুরীর পুত্র শামীম আহমেদ চৌধুরী উপজেলা নির্বাহী অফিসার বরাবরে অভিযোগ দায়ের করেন। অভিযোগে উল্লেখ করা হয়, একই গ্রামের আব্দুল আজিজ ওরফে ময়না মিয়ার পুত্র স্বপন চৌধুরী গত ১৩ ডিসেম্বর শ্রীমতপুর সরকারি বিদ্যালয়ে চলাচলের রাস্তা ইচ্ছাকৃতভাবে কেটে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। উক্ত রাস্তা দিয়ে গ্রামবাসী ও স্কুলের শিক্ষার্থীরা চলাফেরা করে। কিন্তু প্রভাবখাটিয়ে অবৈধভাবে রাস্তা কর্তন করায় শিক্ষক-শিক্ষার্থীসহ গ্রামবাসী সমস্যায় পড়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com