স্টাফ রিপোর্টার ॥ পৃথক ২টি চেক ডিজঅনার মামলায় বাহুবলের ¯œানঘাট ইউনিয়নের শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শান্তময় সূত্রধরকে এক বছরের করে দুই বছরের কারাদন্ড দিয়েছে আদালত। গতকাল সোমবার দুপুরে যুগ্ম জেলা ও দায় জজ শহিদুল আমীন শুনানী শেষে এ রায়ের আদেশ দেন।
মামলার বিবরণে জানা যায়, পূর্ব পরিচয় থাকার সুবাদে হবিগঞ্জ সদর উপজেলার নোয়াগাও গ্রামের ফুলের ব্যবসায়ী মোঃ জহুর আলমের কাছ থেকে কাঠের ব্যবসার জন্য বাহুবলের ¯œানঘাট ইউনিয়নের শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শান্তময় সূত্রধর ১২ লাখ নেন। পরবর্তীতে জহুর আলম শান্তময় সূত্রধরের কাছে ওই টাকা ফেরত চাইলে তিনি ১২ লাখ টাকার একটি লিখিত চেক দেন। তিনি ব্যাংকে টাকা উত্তোলন করতে গেলে তার একাউন্ট সম পরিমান টাকা পাননি। পরবর্তীতে ব্যাংক কর্তৃপক্ষ চেকটি ডিজঅনার করে। এ প্রেক্ষিতে টাকা ফেরত পাওয়ার জন্য জহুর আলম আদালতে মামলা দায়ের করেন। মামলার নং-৪২৭/১৯ইং।
এছাড়াও পূর্ব পরিচয়ের সূত্রধরে স্কুল শিক্ষক শান্তময় সূত্রধর নোওয়াগাও গ্রামের মোঃ রকিবুল ইসলামের কাছ থেকে নগদ সাড়ে ৯ লাখ টাকা নেন। রকিবুল ইসলাম তার পাওনা টাকা ফেরত চাইলে শিক্ষক শান্তময় সূধর তাকেও সাড়ে ৯ লাখ টাকার চেক দেন। ব্যাংকে গিয়ে টাকা উত্তোলন করতে গেলে শান্তময় সূত্রধরের একাউন্টে সময় পরিমান টাকা পাননি তিনি। পরবর্তীতে রকিবুল ইসলাম আদালতে চেক ডিজঅনার মামলা দায়ের করেন। যার মামলার নংÑ৪৩৩/১৯ইং।
গতকাল এ ২টি চেক ডিজঅনার মামলার শুনানী অনুষ্ঠিত হয়। শুনানী শেষে বিচারক শান্তময় সূত্রধরকে ১ বছরের কারাদন্ডের রায় ঘোষণা করেন। একই সাথে জহুর আলমের ১২ লাখ ও রকিবুল ইসলামের সাড়ে ৯ লাখ টাকা ফেরত দেওয়াসহ অনাদায়ে তিন মাসের কারাদন্ডের রায় প্রদান করেন। এ তথ্য নিশ্চত করেন মামলার বাদী পক্ষের আইনজীবি অ্যাডভোকেট কুতুব উদ্দিন জুয়েল। মামলার রাষ্টপক্ষের আইনজীবি ছিলেন এপিপি আব্দুল মতিন। আসামী পক্ষের আইনজীবি ছিলেন অ্যাডভোকেট আবু নাঈম মোল্লা মোঃ শিবলী খায়ের।