শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৪:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুগঞ্জে ৮৯ কেজি গাঁজা উদ্ধার ॥ মাধবপুরের যুবকসহ গ্রেপ্তার দুই হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলুর রহমানের মাতার রুহের মাগফেরাত ও তার ভাইয়ের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে এমপি আবু জাহির ॥ দেশকে সবদিক থেকেই সমৃদ্ধ করে যাচ্ছে বর্তমান সরকার বৈচিত্রপূর্ণ, বর্ণাঢ্য ও সংগ্রামী জীবনের অধিকারী ॥ জিকে গউছের ৫৭তম জন্মদিন আজ জুমার খুৎবায় মুফতি কামরুল ইসলাম শিবলী ॥ যাদের মধ্যে মোনাফিকির লক্ষন আছে তাদেরকে বন্ধু বানানো যাবে না হবিগঞ্জ শহরে চোরাইকৃত টিনসহ ৫ চোর আটক জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশন হবিগঞ্জ জেলা শাখার পরামর্শ ও শোক সভা হবিগঞ্জ শহরের বিভিন্ন ক্লিনিকে স্বাস্থ্য বিভাগের অভিযান প্রাণীসম্পদ সেবা সপ্তাহে এমপি আবু জাহির ॥ চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহবান তরুণদের প্রতি কালিয়ারভাঙ্গায় ঘটনাস্থলে না থেকেও প্রবাসীসহ ৪ ব্যক্তি আসামি হওয়ায় ক্ষোভ

হবিগঞ্জ জেলা বিএনপির প্রস্তুতি সভায় জি কে গউছ ॥ আওয়ামীলীগের পতন ঘণ্টা বাজতে শুরু করেছে, গণঅভ্যুত্থানের পদধ্বনি শোনা যাচ্ছে

  • আপডেট টাইম শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২
  • ১৫৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন, আওয়ামীলীগ সরকারের পতন ঘণ্টা বাজতে শুরু করেছে। গণঅভ্যুত্থানের পদধ্বনি শোনা যাচ্ছে। সরকারের সকল বাঁধা, সন্ত্রাস ও নৈরাজ্য উপো করেই বিএনপির একেকটি গণসমাবেশ গণসমুদ্রে পরিণত হচ্ছে। বিএনপির গণসমাবেশ এখন আর বিএনপির গণসমাবেশ থাকছে না, বিএনপির সমাবেশগুলো দেশের সর্বসাধারণের সমাবেশে রুপ নিচ্ছে। দেশের মানুষ আওয়ামীলীগকে প্রত্যাখ্যান করেছে, আওয়ামীলীগ এখন জনবিচ্ছিন্ন। আওয়ামীলীগের পতন এখন সময়ের ব্যাপার মাত্র। তিনি গতকাল বৃহস্পতিবার দুপুরে শায়েস্তানগরস্থ বিএনপির কার্যালয়ে জেলা বিএনপির এক প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। আগামী ১৯ নভেম্বর বিএনপির সিলেট বিভাগীয় গণসমাবেশ সফল করার লক্ষে হবিগঞ্জ জেলা বিএনপির অধীনস্থ ৯টি উপজেলা ও ৬টি পৌর বিএনপি নেতবৃন্দের সাথে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় জি কে গউছ আরও বলেন- আওয়ামীলীগ সরকারের পায়ের নীচে এখন মাটি নেই। সরকার শত চেষ্টা ষড়যন্ত্র করেও বিএনপির গণসমাবেশে জনস্রোত প্রতিরোধ করতে পারবে না। জনগণ রাজপথে নেমে আসছে। শুধু গণসমাবেশ নয়, বিএনপির প্রতিটি কর্মসূচিতেই জনগণ সম্পৃক্ত হচ্ছে। কর্মীসভাও গণসমাবেশে পরিণত হচ্ছে। যার মাধ্যমে গণঅভ্যুত্থানের প্রোপট তৈরি হচ্ছে। গণঅভ্যুত্থানে গণবিরোধী আওয়ামীলীগ সরকারের পতন নিশ্চিত হবে। তিনি বিএনপির সিলেট বিভাগীয় গণসমাবেশকে সফল করতে যার যার অবস্থান থেকে সর্বাত্তক প্রচেষ্টা চালাতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট হাজী নুরুল ইসলাম ও হাজী এনামুল হক, সদস্য মহিবুল ইসলাম শাহীন, শামছুল ইসলাম মতিন।
সদর উপজেলা বিএনপি ঃ আহ্বায়ক অধ্যাপক এনামুল হক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান কাজল, যুগ্ম আহ্বায়ক আজম উদ্দিন, এডভোকেট আফজাল হোসেন, হাবিবুর রহমান।
হবিগঞ্জ পৌর বিএনপি ঃ সিনিয়র যুগ্ম আহ্বায়ক নরুল ইসলাম নানু, যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, নাজমুল হোসেন বাচ্চু, মর্তুজা আহমেদ রিপন, মুজিবুর রহমান মুজিব, লিটন আহমেদ, দেওয়ান মোহাইমিন চৌধুরী ফুয়াদ।
লাখাই উপজেলা বিএনপি ঃ সহ সভাপতি শেখ ফরিদ মিয়া, সাংগঠনিক সম্পাদক শামছুদ্দিন আহমেদ প্রমুখ।
শায়েস্তাগঞ্জ পৌর বিএনপি ঃ সভাপতি মেয়র ফরিদ আহমেদ অলি, সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, যুগ্ম সাধারণ সম্পাদক সমির আলী।
শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপি ঃ সাধারণ সম্পাদক আবু তাহের, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম ফারুক, সাংগঠনিক সম্পাদক আব্বাস উদ্দিন তালুকদার।
বানিয়াচং উপজেলা বিএনপি ঃ আহ্বায়ক সভাপতি মুজিবুল হোসেন মারুফ, সাধারণ সম্পাদক নকীব ফজলে রকিব মাখন, যুগ্ম সাধারণ সম্পাদক জাহির হোসেন।
আজমিরীগঞ্জ উপজেলা ঃ সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামছুল আলম, যুগ্ম আহ্বায়ক কদর আলী প্রমুখ।
আজমিরীগঞ্জ পৌরসভা ঃ আহ্বায়ক আলী আহমদ জনফুল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক খালেদুর রশিদ ঝলক, যুগ্ম আহ্বায়ক ইমরান মিয়া, কুঠন মিয়া।
বাহুবল উপজেলা বিএনপি ঃ সভাপতি ফেরদৌস আহমেদ চৌধুরী তুষার, সাধারণ সম্পাদক শামছুল আলম, সিনিয়র সহ সভাপতি আব্দুর রকিব, যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক এনাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই শিবলু।
নবীগঞ্জ উপজেলা বিএনপি ঃ আহ্বায়ক সরফরাজ চৌধুরী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান সেফু।
চুনারুঘাট পৌর বিএনপি ঃ হোসাইন আহমেদ রাজন, সাধারণ সম্পাদক দিদার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান।
চুনারুঘাট উপজেলা বিএনপি ঃ সভাপতি সৈয়দ লিয়াকত হাসান, সাধারণ সম্পাদক এডভোকেট মীর সিরাজ আলী।
মাধবপুর উপজেলা বিএনপি ঃ যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী ফজলে সুমন।
মাধবপুর পৌর বিএনপি ঃ সভাপতি আব্দুল আজিজ, সিনিয়র সহ সভাপতি হাজী গোলাপ খা, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান খান, সরুজ মিয়া।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com