শনিবার, ২৬ জুলাই ২০২৫, ০৩:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুর-চুনারুঘাট সীমান্তে বিজিবির অভিযান ॥ বিপুল পরিমাণ মাদক উদ্ধার মাধবপুরে বিএনপির উদ্যোগে সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধনী সভায়-সৈয়দ মোঃ ফয়সল ॥ আইন-শৃংখলা স্বাভিবিক রাখতে নির্বাচিত সরকারের বিকল্প নেই হবিগঞ্জ-৩ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী চৌধুরী এডঃ আশরাফুল বারী নোমান শহরের শায়েস্তানগর এলাকায় প্রধান সড়কের পাশে কভার স্লাবসহ আরসিসি ড্রেন নির্মাণ করছে হবিগঞ্জ পৌরসভা মোহনপুর মসজিদে জুমার মুফতি তাহের উদ্দিন সিদ্দিকী ॥ বেশি রাত করে ঘুমালে দেহে কঠিন কঠিন রোগ সৃষ্টি হয় হবিগঞ্জে জেলা জমিয়তের বিক্ষোভ ॥ অবিলম্বে মানবাধিকার কমিশনের কার্যালয় চুক্তি বাতিল করতে হবে শায়েস্তাগঞ্জে অপহৃতা কিশোরী নারায়ণগঞ্জে উদ্ধার ॥ গ্রেপ্তার ১ বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোবারক আলীর ইন্তেকাল জিকে গউছের শোক রশিদপুর থেকে উদ্ধার অচেতন ব্যক্তির মৃত্যু পরিচয় মিলেনি নবীগঞ্জে সংর্ঘষের ঘটনা মীমাংসার জন্য শালিস কমিটি ২য় দফা বৈঠক ক্ষতিগ্রস্থ দোকান পরিদর্শন

নবীগঞ্জের মাওলানা বেলালের আন্তর্জাতিক খ্যাতি অর্জন

  • আপডেট টাইম বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৩
  • ৫৭১ বা পড়া হয়েছে

কিবরিয়া চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি লিডার মাওলানা বেলাল আন্তর্জাতিক অঙ্গনে খ্যাতি অর্জন করেছেন। নিউক্যাসেলের হিটনের বাসিন্দা মাওলানা বেলাল ফ্যান্কল্যান্ড ডিপার্টমেন্টের চ্যাপালেন্সি বিভাগের প্রধান ইমাম হিসেবে কর্মরত রয়েছেন। ৫ জুন মিশরের আল আজহার আন্তর্জাতিক বিশ্ব বিদ্যালয় থেকে ডিগ্রি লাভ করেন। তিনি উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের সাবাজপুর গ্রামের প্রয়াত হাজী মোঃ হাফিজ উল্যার ৩য় পুত্র। বিগত ৮ বছর যাবত তিনি বৃটেনের সর্বোচ্চ নিরাপত্তা কারাগারের প্রধান ইমাম হিসেবে নিয়োজিত রয়েছেন। এইচএমপি ফ্যান্কল্যান্ড চ্যাপলেন্সি বিভাগের এইচএম প্রিজন পরিসেবার অসাম্যন্য কৃতিত্বের জন্য ২০১১ সালে বৃটেনের রাণীর প্রিজন পরিসেবা ধারা ইসলাম বিভাগে পুরস্কারের জন্য নির্বাচিত হন। মাওলানা বেলালকে চ্যালেঞ্জিং বন্দিদের সাথে পেশাদারী পদ্ধতিতে বিভিন্ন সমস্যা মোকাবেলা করতে হয়েছে। ইসলামের বিভিন্ন বিষয়ে সিনিয়র কান্ট্রি ম্যানেজমেন্ট সন্ত্রাসী (সি পি ইউ) নিরাপত্তা ও কর্মকর্তাদের সহযোগিতা পেয়েছেন। চাকুরীতে একজন মুসলমান ও বিশ্বস্থ সহকর্মীর স্বীকৃতি লাভ করেন। সম্প্রতি মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ের স্নাতকদের জন্য ওয়ার্ল্ড এসোসিয়েশন প্রবর্তিত ব্যতিক্রমী উদ্যোগে অংশ নিতে ২৩৩ বৃটিশ ঢ়ৎবধপযবৎং এবং মুসলিম পযধঢ়ষরহং এর একটি গ্র“প থেকে নির্বাচিত হন। তিনি হার ম্যাজেষ্ট্রি এর প্রিজন পরিসেবায় দক্ষতার স্বীকৃতি স্বরূপ ফরেন অফিস কর্তৃক নির্বাচিত হন। মিশরের রাজধানী কায়রোর আল্-আজহার বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় এবং কেমব্রিজ বিশ্ববিদ্যারয়ের সমর্থনে কায়রোর বৃটিশ হাইকমিশন এবং হার ম্যাজেষ্ট্রি এর প্রিজন পরিসেবা ইমামদের জন্য প্রশিক্ষণে একটি নির্দিষ্ট প্রোগ্রামে অংশ গ্রহণ করেন। উল্লেখ্য, মাওলানা বেলাল ১৯৯৩ সালে ইমাম হিসেবে নিয়োগ লাভ করে ইংল্যান্ড গমন করেন। বিভিন্ন মসজিদে ইমামতিসহ ইসলামীক প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৪ সালে প্রিজন সাপ্লাই ইন কমিউনিটি হিসেবে হাই সিকিউরিটি প্রিজনের প্রধান ইমাম হিসেবে যোগদান করেন। দুই পুত্র ও দুই কন্যা সন্তানের জনক তিনি। তার সন্তানেরা যুক্তরাজ্যের ইসলামীক মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। মাওলানা বেলাল বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্রগ্রামের নেচারিয়া পাহাড়তলি মাদ্রাসা থেকে টাইটেল ডিগ্রি অর্জন করেন। বৃটেনের বাংলা সংবাদ মাধ্যম সাপ্তাহিক জনমত ও প্রবাস পত্রিকাসহ একাধিক গণমাধ্যম তাকে নিয়ে বিশদ ফিচার পরিবেশন করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com