শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০১:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে কৃষি প্রণোদনা বিতরণ করলেন এমপি আবু জাহির শহরে মোতাচ্ছিরুল ইসলামের গণসংযোগ ও লিফলেট বিতরণ এতেকাপে থাকাবস্থায় নবীগঞ্জের এক চেয়ারম্যান প্রার্থী মারামারির মামলার প্রধান আসামী ॥ প্রাণনাশের হুমকি দিচ্ছেন একই গ্রামের অপর প্রার্থী হবিগঞ্জে ভ্যাপসা গরমে অতিষ্ঠ শহরবাসী নবীগঞ্জে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মাধবপুরে কম্বাইন হারভেষ্টার যন্ত্র দিয়ে ধান কাটার উদ্বোধন রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন

হবিগঞ্জের মডেল ইশাত খাঁনের ছবি ব্যবহার করে ॥ ব্রাহ্মণবাড়িয়ার যুবকের অভিনব প্রতারণা আটক করেছে ভোলা জেলা সিআইডি

  • আপডেট টাইম রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২
  • ১৫২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের ইশাত খাঁনের ছবি সোসিয়াল মিডিয়ায় ব্যবহার করে অভিনব প্রতারণা করেছে ব্রাহ্মনবাড়িয়ার এক প্রতারক। গত ২৬ মে ২০২২ তারিখে কতিপয় তরুনীর দায়েরকৃত পর্নোগ্রাফি মামলায় ব্রাহ্মনবাড়িয়া থেকে শ্যামল আহমেদ (২৩) কে আটক করে ভোলা জেলা সাইবার ক্রাইম ইনভেষ্টিগেশন সেল (সিআইডি) গোয়েন্দা শাখা। আটককৃত শ্যামল আহমেদকে জিজ্ঞাসাবাদে বেড়িয়ে আসে ভয়ংকর প্রতারণার তথ্য। অপরদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে হবিগঞ্জের ইশাত খাঁনের ছবি ব্যবহার করার ফলে সামাজিক, পারিবারিক ও ব্যক্তিগতভাবে হেয় প্রতিপন্নের স্বীকার হোন তিনি। জানা যায়, আনুমনিক বছরখানেক আগে ইশাতের সোসিয়াল মিডিয়ার কিছু সংখ্যক বন্ধু তাকে ক্ষুদে বার্তায় অবগত করে তার ছবি ব্যবহার করে ফেসবুকে ফেইক আইডি খোলা হয়েছে। সাময়িক ভাবে ফেসবুকের অভিযোগ অংশে ওই ফেইক আইডি বাতিল করার জন্য আইডিটিতে কয়েকবার রিপোর্ট করেন ইশাত খাঁন। এ ঘটনার বেশ কিছুদিন পর আবারো তার ছবি ব্যবহার করে ফেইক আইডি খোলা হয়। তখন ইশাত খাঁন হবিগঞ্জ সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন জিডি নং-১৬৯৫ তাং-২৫/১১/২০২১। এরপরও বিভিন্ন মাধ্যম থেকে দফায় দফায় ইশাত ও তার পরিবারের কাছে অভিযোগ আসতে থাকে। যার ফলে ইশাত খাঁন সোসিয়াল মিডিয়া ও সামাজিক ভাবে হেয় প্রতিপন্নের স্বীকার হন। পর্নোগ্রাফি মামলা সুত্রে জানা যায়, আটককৃত শ্যামল আহমেদ ব্রাহ্মনবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার রূপসদী গ্রামের কামাল মিয়ার ছেলে। শ্যামল আহমেদ সৌদি আরবে ড্রাইভার হিসেবে চাকুরি করা কালীন গত ২০২১ সালের শেষের দিকে ফেসবুকে ফেইক আইডি খুলে জনৈক মডেলের (ইশাত খানেঁর) ছবি ব্যবহার করে এবং নিজেকে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে পরিচয় দেয়। উক্ত ফেসবুক আইডির মাধ্যমে ভোলার এক তরুনীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে। বিয়ের প্রলোভন দেখিয়ে অন্তরঙ্গ ছবি ও ভিডিও ধারণ করে। ভিকটিম তরুনী প্রতারণার বিষয়টি জেনে বিয়েতে অস্বীকৃত জানালে প্রতারক তরুনীর ধারণকৃত অন্তরঙ্গ ছবি ও ভিডিও তার পরিবার, আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবের মাঝে ছড়িয়ে দেয়। উক্ত ছবি ও ভিডিও মুছে ফেলার কথা বলে ব্লাকমেইল করে দফায় দফায় অর্থ হাতিয়ে নেয়। পরবর্তিতে তরুনী বাদী পর্নোগ্রাফি মামলা দায়ের করে। দায়ের কৃত মামলার প্রেক্ষিতে ভোলা জেলা সাইবার ক্রাইম ইনভেষ্টিগেশন সেল (সিআইডি) গোয়েন্দা শাখা শ্যামল আহমেদকে আটক করে। শ্যামল আহমেদ কখনো ঝঁঢ়ঃড় পযড়ফিযঁৎবু বা ঝযরংযরৎ পযড়ফিযঁৎবু আবার ঐরসঁ নরহঃব লড়ৎলরংয ঈযড়ফিযঁৎবু এমন নাম ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে আইডি খোলে। ভোলা জেলা গোয়েন্দা শাখা হবিগঞ্জের ইশাত খানকে অবহিত করে তার ছবিটি দিয়ে উল্লেখিত ফেইক ফেসবুক আইডি ব্যবহারের বিষয়টি।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com