শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে সাজাপ্রাপ্ত মাদক বিক্রেতা সফিক গ্রেপ্তার হবিগঞ্জ রেসিডেন্সিয়াল স্কুলে ব্র্যাকের জ্ঞান মেলা স্মার্ট ফোনের ব্যবহার নিয়ন্ত্রিত রাখার আহবান নবীগঞ্জের ইউপি মেম্বার নুরুল হক আর নেই বিএনপি’র রোড মার্চে মাধবপুর বিএনপি’র অংশ গ্রহন সংযোগ প্রতিস্থাপনে বছরব্যাপী বিলম্ব তসক উল্লাহ অটো রাইছ মিলস বন্ধ সর্বজনীন পেনশন স্কিম বিধিমালা অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত জেলা যুবলীগের উদ্যোগে মশক নিধন কর্মসূচি উদ্বোধন করেন এমপি আবু জাহির মেয়রের উপস্থিতিতে ঘাটিয়া বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ বেদখল পৌরসভার জমি দখলমুক্ত করতে পৌরসভার অভিযান চলবে- মেয়র সেলিম বানিয়াচংয়ের সন্দলপুরে এক মাসে ৩৩ টি ঘরবাড়ীতে চুরি শায়েস্তাগঞ্জে বিএনপির রোডমার্চ সমাবেশে গয়েশ^র চন্দ্র রায় এখন মরা মানুষ ভোট দেয়, বিদেশে অবস্থান করে, কারাগারে এবং কবরে থেকেও পুলিশকে ঢিল ছুড়ে

বানিয়াচংয়ে খামারীদের মাঝে ভেড়া বিতরণ করলেন এমপি মজিদ খান

  • আপডেট টাইম শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২
  • ১০৩ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ হাওর অঞ্চলে সমন্বিত প্রাণীসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ভেড়া পালন প্যাকেজভুক্ত নির্বাচিত সুফলভোগী খামারীদের মাঝে বানিয়াচং প্রাণীসম্পদ অফিসের মাধ্যমে ভেড়া বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোঃ আরমান ভূইয়া ও গীতা পাঠ করেন দীপক রঞ্জন দেব। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বেসরকারি সদস্যদের বিল এবং বেসরকারি সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খান। প্রধান অতিথির বক্তব্যে আব্দুল মজিদ খান এমপি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একেবারে প্রান্তিক মানুষদের জন্য চিন্তা করেন। এরই ধারাবাহিকতায় একের এক জনকল্যাণমুখী প্রকল্পের মাধ্যমে তৃণমূল মানুষদের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছেন তিনি। আর আমরা জনপ্রতিনিধিরা হচ্ছি সরকারের প্রতিনিধি। এ ক্ষেত্রে প্রশাসনকে জনপ্রতিনিধিদের সমন্বয় করে কার্যক্রম করতে হবে। তিনি আরও বলেন সরকারের প্রতিটি কাজকে সমন্বিত উদ্যোগের মাধ্যমে এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করে যেতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টা থাকলে ইনশাআল্লাহ দেশ আরো বহুদূর এগিয়ে যাবে। বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ সাইফুর রহমান। ভেটেরিনারি সার্জন ডা. সাহেদ তাপাদারের সঞ্চালণায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান মিয়া, ১৫নং পৈলারকান্দি ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন চৌধুরী, উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, বানিয়াচং মডেল প্রেসক্লাবর সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু ও উপকারভোগী কাজী আজিজুল মিয়া। এসময় উপস্থিত ছিলেন, ১১নং মক্রমপুর ইউপি চেয়ারম্যান আব্দুল আহাদ, ৯নং পুকড়া ইউপি চেয়ারম্যান হাফেজ শামরুল ইসলাম, বানিয়াচং প্রেসক্লাব সাধারণ সম্পাদক মখলিছ মিয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাইফুল আলম প্রধান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাফর ইকবাল চৌধুরী ও দৈনিক বিজয়ের প্রতিধ্বনি পত্রিকার বানিয়াচং প্রতিনিধি শেখ নুরুল ইসলাম প্রমুখ। পরে ১০০জন উপকার ভোগীর মাঝে ২০০টি ভেড়া বিতরণ করেন প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com