স্টাফ রিপোটার্র ॥ গতকাল সোমবার (১২ সেপ্টেম্বর) হবিগঞ্জে ৪৯তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২২ এর উদ্বোধন জেলা প্রশাসক ইশরাত জাহান। উদ্বোধন ঘোষণা শেষে তিনি খেলোয়াড়দের সাথে পরিচিত হন। এবারের ক্রীড়া প্রতিযোগিতায় নতুন সংযোজন হলো বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র আতাউর রহমান সেলিম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নূরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ রফিকুল আলম, হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার নাজরাতুন নাঈম।