বুধবার, ২১ মে ২০২৫, ০৬:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে মা-মেয়েসহ ৩ জনকে হত্যার দায়ে দেবরের মৃত্যুদন্ড লন্ডনে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন লন্ডনে হবিগঞ্জ হার্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ডাঃ কামরুল হাসান তরফদারের সাথে মতবিনিময় নবীগঞ্জে ফেইক আইডি দিয়ে সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ সম্পর্কে মানহানিকর পোষ্ট ॥ নিন্দা, ক্ষোভ বানিয়াচংয়ে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা ॥ দেখার যেন কেউ নেই চুনারুঘাট থেকে ২০ কেজি গাঁজাসহ ১ জনকে গ্রেফতার করেছে র‌্যাব শায়েস্তাগঞ্জে আটক দুই নেতাকে কারগারে প্রেরণ হবিগঞ্জ সদর থানা পুলিশের অভিযানে আ.লীগ নেতা গ্রেপ্তার আন্তঃজেলা ডাকাত চক্রের ৯ সদস্য গ্রেপ্তার ॥ ৫ গাড়ি জব্দ বাহুবলে মহাসড়কের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় নিহত ৩ ॥ আহত অর্ধশত

চুনারুঘাটে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ২৪

  • আপডেট টাইম শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২
  • ২৫৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে পৃথক দুইটি সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। জানা গেছে, গত বৃহস্পতিবার রাত ৯টায় পৌর এলাকার রাইছমিল নামক স্থানে প্রাইভেটকারের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশা ড্রাইভারসহ তিন যাত্রী আহত হয়েছেন। আহত তিন সিএনজি চালিত অটোরিকশা যাত্রী হলেন- বাহুবল উপজেলার মিরপুর রাওদগাঁও গ্রামের ইছাক মিয়ার ছেলে মাসুক মিয়া (৫০), চুনারুঘাটের ৭ নম্বর উবাহাটা ইউপির রামশ্রী কুটিরগাঁও গ্রামের সৈয়দ রূদকের ছেলে সৈয়দ মহসিন (৪৫) ও সিলেটের বালুচর এলাকার আমির আহমেদের ছেলে মামুনুর রশীদ (৩২)। অপরদিকে বিকাল ৫ টায় উপজেলার ৩ নম্বর দেওরগাছ ইউপির চাকলা পুঞ্জি চা বাগানের কাজ থেকে ফেরার পথে জাম টিলা ট্রানিংয়ের সামনে বাগানের বহনকৃত ট্রাককে ধাক্কা দেয় অপরদিক থেকে আসা একটি ট্রাক। তখন উল্টে যায় শ্রমিকদের বহনকৃত ট্রাক। এ ঘটনায় ২১ জন চা শ্রমিক আহত হন। আহতরা হলেন- চাকলা পুঞ্জি চা বাগানের ট্রাক ড্রাইভার অতুল মাল (৫৫), লস্করপুর চা বাগানের বৈশাখী মুন্ডা (৩০), আরতি মুন্ডা (৩৫), জোছনা ভৌমিক (৩৬), সোনালী মাল (২৫), স্বপ্না মাল (৪০), সান্ত্বনা মুন্ডা (২০), শ্যামলী কর্মকার (১৮), তুফানী মুন্ডা (২৫), রঞ্জু সাঁওতাল (৪০), সরস্বতী শুদ্ধসবর(৫০), সুকুরমনি মুন্ডা (৩৫), সুমিত্রা শুদ্ধসবর (৪০), বেগমখান চা বাগানের মনি বাউরী (৪০), বাসানী কোরাসী (৪৫) ময়না বাঁকতী (৩৫), মধুমালা বাঁকতী (৩০), রিপা মোদি (১৮), রত্না মোদি (৩০), খোকমনি দেবমাঝি (৩৫), জোয়ালভাঙ্গা চা বাগানের সুমিত্রা কর্মকার (৫০)। সিএনজি চালিত অটোরিকশা যাত্রী সৈয়দ মহসিনকে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয় এবং চা শ্রমিক বৈশাখী মুন্ডা, ট্রাক চালক অতুল মালকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহত অন্যান্যরা চুনারুঘাট হাসপাতালে ভর্তি আছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আশরাফ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com