মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ১০:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

নবীগঞ্জ সড়কে রাত ৮টার পর চলে না সিএনজি ॥ ৫শ টাকায় নিতে হয় রিজার্ভ

  • আপডেট টাইম শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৩৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কে রাত ৮টা হলেই সিএনজি উধাও হয়ে যায়। ১৫ মিনিট পর পর এলেও রিজার্ভ ছাড়া যেতে চায় না চালকরা। একেতো সিএনজি ভাড়া অতিরিক্ত নেয়া হচ্ছে অন্যদিকে রিজার্ভ ছাড় যেতে না চাওয়ায় বিপাকে পড়েছেন যাত্রীরা। যারা জরুরি কাজে যেতে চান তাদেরকে বাধ্য হয়ে দ্বিগুণ টাকা দিয়ে রিজার্ভ নিতে হচ্ছে। ভুক্তভোগী অনেক যাত্রীরা জানান, শায়েস্তাগঞ্জ-নতুনব্রিজ-মিরপুর-বাহুবল সড়কে সিএনজি রাত ৮টার পর যাত্রী নিয়ে চলাচল করলেও নবীগঞ্জ-বানিয়াচং সড়কে ৮টার পর রিজার্ভ ছাড়া কোনো চালক যেতে চায় না। অথচ কিবরিয়া ব্রিজের নিকট স্ট্যান্ডে অনেক সিএনজি থাকে। গত কয়েকদিন ধরেই এমন অবস্থা চলছে বলে জানা গেছে। এ ছাড়া জেলা সদর হাসপাতালে আসা রোগীসহ সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। অপোরত লোকজনের অধিকাংশই নিম্নশ্রেণীর। তাদের পক্ষে কয়েকগুণ ভাড়া রিজার্ভ নিয়ে যাওয়াটা অত্যান্ত কষ্টকর। এক যাত্রী বলেন, আমরা ৩ জন সদস্য। ভাড়া যেখানে জনপ্রতি ৫০ টাকা সেখানে জনপ্রতি তাড়া ১০০ টাকারও বেশি চাচ্ছে। প্রতিদিন আমি ৩০০ টাকার বেশি ইনকামও করতে পারিনা। গতকাল শুক্রবার রাত ৮টায় নবীগঞ্জগামী দুই যাত্রী যেতে চাইলে প্রথমে বলা হয় সিএনজি যাবে না। পরে জানানো হয় রিজার্ভ গেলে যাবে। এক প্রকার বাধ্য হয়েই ৫শ টাকা দিয়ে রিজার্ভ নেন যাত্রীরা। যাত্রীরা এ বিষয়ে তড়িৎ পদক্ষেপ নেয়ার জন্য দাবি জানিয়েছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com