বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং ও আজমিরীগঞ্জে আকর্ষিক বজ্রপাতে ২ জনের মৃত্যু হয়েছে। জানা যায়, বানিয়াচং উপজেলার ৫নং দৌলতপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামের রহমত আলীর ছেলে বাহার উদ্দিন (৪০) সকালে দখল হাওরে মাছ ধরতে যান। এসময় বজ্রপাত এর কবলে পড়ে গুরুতর আহত হন বাহার উদ্দিন। পরে আহতাবস্থায় তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাস। এদিকে একই দিন হবিগঞ্জের আজমিরীগঞ্জে বজ্রপাতে সাদ্দাম হোসেন (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি জলসুখা ইউনিয়নের নোয়াগড় গ্রামের আব্দুল করিম এর ছেলে। শনিবার (২৭ আগস্ট) সকালে বাড়ির পার্শ্ববর্তী হাওড়ে চাই দিয়ে মাছ ধরতে গিয়ে বজ্রপাতের শিকার হন তিনি। গুরুতর আহতাবস্থায় বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।