মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ০৩:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে জমি নিয়ে বিরোধ দু’পক্ষের সংঘর্ষে নিহত ১ তিন দিনে ৭০ লক্ষাধিক টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি নবীগঞ্জ করগাঁও ইউনিয়নের সাড়ে ৩ কিলোমিটার সড়ক চলাচলের অনুপযোগী হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের অর্থবছরের বাজেট ঘোষণা নবীগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাধবপুরে মানসিক প্রতিবন্ধী কিশোরী ধর্ষণে অভিযুক্ত আকাশকে পটুয়াখালী থেকে গ্রেফতার করেছে র‌্যাব হবিগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রক্ষিত মালামাল নিলাম মাধবপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু ॥ গ্রামজুড়ে শোকের ছায়া শায়েস্তাগঞ্জে ইন্টেক সিলিন্ডার থেকে গ্যাস চুরি করায় কৃষকলীগ নেতা আটক শহরে বিএনপির অফিসে অগ্নিসংযোগ মামলার আসামি গ্রেফতার

পিডিবির খামখেয়ালীতে ১০ ঘণ্টা বিদ্যুতবিহীন হবিগঞ্জ শহর

  • আপডেট টাইম শনিবার, ২০ আগস্ট, ২০২২
  • ২৫৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে পিডিবির খামখেয়ালীর কারণে বেশ কয়েকটি এলাকা ১০ ঘণ্টা ছিলো বিদ্যুতবিহীন। শুধু তাই নয়, ওই সব এলাকায় রাস্তায় রাতের লাইট সারাদিন জ¦লতেও দেখা যায়। এ নিয়ে শহরবাসীর মাঝে সমালোচনার ঝড় বইছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ২৪ ঘন্টার মধ্যে ৫ ঘণ্টা লোডশেডিং করতে, যাতে বিদ্যুত সাশ্রয় হয়। কিন্তু পিডিবির এ কেমন আচরণ। তবে পিডিবির পক্ষ থেকে জানানো হয়েছে, পুরাতন লাইন মেরামত করার কারণে এ সমস্যা দেখা দেয়। গত বৃহস্পতিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কোনো নোটিশ কিংবা মাইকিং ছাড়াই শহরের শায়েস্তানগর ঈদগাঁহ রোড, মোহনপুর বাইপাসসহ বেশ কয়েকটি এলাকা বিদ্যুত বিহীন হয়ে পড়ে। বারবার পিডিবির অফিস ও নির্বাহী প্রকৌশলীকে ফোন দিলেও রিসিভ করা হয়নি বলে অভিযোগ করেন গ্রাহকরা। এসব এলাকা কোনো ঘোষণা ছাড়া বিদ্যুতবিহীন থাকায় মানুষ চরম ভোগান্তিতে পড়েন। একেতো ঘন ঘন লোডশেডিং অন্যদিকে টানা কয়েক ঘণ্টা বিদ্যুতবিহীন থাকতে হয়েছে। এ যেনো মরার ওপর খারার ঘা’র মতো অবস্থা। এদিকে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে সড়কের বাতি জ¦ালালেও সেই বাতি আর নিভেনি। গতকাল শুক্রবার বিকাল ৩টা পর্যন্ত জ¦লতেই থাকে। পরে পৌরসভায় জানানো হলে, শ্রমিকরা এসে বাতি নেভানোর ব্যবস্থা করেন। তবে প্রতিদিনের মতো সন্ধ্যার পর এসব লাইট জ¦লেনি। এ বিষয়ে বিদ্যুত অফিসে জানতে চাইলে তারা জানান, সড়ক বাতি পৌরসভার অধীনে। আমাদের কিছু করার নেই। পৌরসভার ইঞ্জিনিয়ার শামীম আহমেদ জানান, পিডিবির লোকজন কাজ করার ফলে ওইসব এলাকার অনেক লাইন কেটে ডাইরেক্ট করে দেয়া হয়। ফলে বাতিগুলো জ¦লতে থাকে। খবর পাওয়া মাত্রই আমরা গিয়ে নেভানোর ব্যবস্থা করি। তাবে পিডিবির কাজের কারণে পৌরসভার অনেক লাইনে ত্রুটি দেখা দিয়েছে। যত দ্রুত সম্ভব এসব মেরামত করে পৌরসভার গ্রাহকদের সেবা দেয়া হবে। পিডিবির এসব গাফিলতির কারণে এসব লাইন ত্রুটিপূর্ণ রয়েছে এবং কয়েকটি ঘর বিদ্যুতবিহীন রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com