রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ০৩:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলের মিরপুরে ভূমি নিয়ে বিরোধের জের ॥ সংঘর্ষে ২ জন নিহত প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে বানিয়াচং জনতা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কৃপেন্দ্র দাস গ্রেফতার চুনারুঘাটে বিশেষ বর্ধিত সভায় এমপি আবু জাহির ॥ আওয়ামী লীগ নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার নির্দেশ মাধবপুর উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে ১ যুগ ধরে কর্মরত সার্ভেয়ার সোহেল রানা বদলীকৃত সার্ভেয়ারকে দায়িত্ব বুঝিয়ে দিচ্ছেনা হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় রিইউনিয়ন সফলে লন্ডনে সভা খাগাউড়া ইউনিয়ন শ্রমিকলীগের কমিটি অনুমোদন ॥ মুহিত সভাপতি, রাবেল সম্পাদক জুবায়ের সাংগঠনিক সম্পাদক আবারও শ্রেষ্ঠ শালিস বিচারক হিসেবে সম্মাননা অর্জন করলেন তাজুল ইসলাম জেলা যুবদলের আহ্বায়ক জালাল আহমেদ আটক নবীগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের ১২ নেতাকর্মীকে কারাগারে প্রেরণে তানহা চৌধুরীর নিন্দা ॥ অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি আমি জননেত্রী শেখ হাসিনার কর্মী হয়ে বানিয়াচঙ্গ-আজমিরীগঞ্জের উন্নয়ন কর্মকান্ডে অংশ নিতে চাই-এমপি প্রার্থী মর্ত্তুজা হাসান

বঙ্গমাতা ছিলেন বঙ্গবন্ধুর রাজনৈতিক সহযোদ্ধা-এমপি আবু জাহির

  • আপডেট টাইম মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
  • ১৫১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব শুধু বঙ্গবন্ধুর সহধর্মিণীই ছিলেন না, তিনি ছিলেন বঙ্গবন্ধুর সার্বক্ষণিক রাজনৈতিক সহযোদ্ধা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির দীর্ঘ মুক্তিসংগ্রাম ও মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়ে শুধু বাঙালির জাতির পিতাই হননি, তিনি হয়ে উঠেছিলেন বিশ্ববরেণ্য রাজনীতিবিদ ও রাষ্ট্রনায়ক। আর এর পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তাঁরই সহধর্মিণী ও বাঙালির মুক্তিসংগ্রামের সহযোদ্ধা বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব। তিনি গতকাল বঙ্গমাতার ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। পরে ১০০ জন নারীকে সেলাই মেশিন ও ৩৭টি স্বেচ্ছাসেবী সংস্থাকে ১২ লক্ষাধিক টাকা আর্থিক অনুদান দেওয়া হয়।
এমপি আবু জাহির আরও বলেন, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব দেশ ও দেশের নারীদের জন্য কাজ করে গেছেন। তিনি বঙ্গবন্ধুর পাশে থেকে দেশ মহান মুক্তিযুদ্ধ ও দেশ পরিচালনার ক্ষেত্রে অনন্য ভূমিকা রেখেছেন। তিনি চেয়েছিলেনÑ এদেশের প্রতিটি নারী তাঁদের অধিকার ফিরে পেয়ে যেন স্বাবলম্বী হতে পারেন। নারীদের পদাচারণা সকল কর্মেেত্র আজ প্রতীয়মান।
জেলা প্রশাসক ইশরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেনÑ পুলিশ সুপার এসএম মুরাদ আলি, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিন্টু চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিজেন ব্যানার্জী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোতাচ্ছিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা গৌর প্রসাদ রায়, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুমানা আক্তার, হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মোঃ মিজানুর রহমান শামীম, হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদ আহমদ খান প্রমুখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com