সোমবার, ২৬ মে ২০২৫, ০৭:০১ পূর্বাহ্ন

আগস্টে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের মাস ব্যাপি কর্মসূচি

  • আপডেট টাইম রবিবার, ২৪ জুলাই, ২০২২
  • ২৯৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শোকের মাস আগস্টে সমগ্র হবিগঞ্জে মাসব্যাপি কর্মসূচি গ্রহণ করেছে জেলা আওয়ামী লীগ। গতকাল দুপুরে হবিগঞ্জ পৌর মিলনায়তনে জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি। সভাটি পরিচালনা করেছেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী।
সভায় মাধবপুর, নবীগঞ্জ ও বানিয়াচং উপজেলা আওয়ামী লীগের সম্মেলন সেপ্টেম্বর মাসে শেষ করার সিদ্ধান্ত হয়। সেপ্টেম্বর মাসে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ টুঙ্গিপাড়া গিয়ে জাতির পিতার কবরে পুস্পস্তবক অর্পণ করবে বলেও সিদ্ধান্ত হয়েছে। সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খান এমপি, গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি, সহ-সভাপতি অ্যাডভোকেট সিরাজুল হক চৌধুরী, অ্যাডভোকেট আবুল ফজল, শেখ সামছুল হক, অ্যাডভোকেট আফিল উদ্দিন, আকরাম আলী, ডা. রতিশ চন্দ্র দেব, যুগ্ম-সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, অ্যাডভোকেট লুৎফুর রহমান তালুকদার, জাকির হোসেন চৌধুরী অসীম, সাংগঠনিক সম্পাদক নুর উদ্দিন চৌধুরী বুলবুল, মশিউর রহমান শামীম ও এডভোকেট সুলতান মাহমুদ। এতে বিভিন্ন উপজেলা ও পৌর আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com