শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৭:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে কৃষি প্রণোদনা বিতরণ করলেন এমপি আবু জাহির শহরে মোতাচ্ছিরুল ইসলামের গণসংযোগ ও লিফলেট বিতরণ এতেকাপে থাকাবস্থায় নবীগঞ্জের এক চেয়ারম্যান প্রার্থী মারামারির মামলার প্রধান আসামী ॥ প্রাণনাশের হুমকি দিচ্ছেন একই গ্রামের অপর প্রার্থী হবিগঞ্জে ভ্যাপসা গরমে অতিষ্ঠ শহরবাসী নবীগঞ্জে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মাধবপুরে কম্বাইন হারভেষ্টার যন্ত্র দিয়ে ধান কাটার উদ্বোধন রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন

ছয় থেকে দশ ঘন্টা লোডশেডিং এর প্রতিবাদে কমিউনিস্ট পার্টির বিক্ষোভ

  • আপডেট টাইম শনিবার, ২৩ জুলাই, ২০২২
  • ১৫৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোটার্র ॥ ৬ থেকে ১০ ঘন্টা লোডশেডিং শিডিউল বাতিল করে সর্বোচ্চ ২ ঘন্টায় নিয়ে আসা, খাদ্যপণ্যের দাম কমানো, রেলের দূর্নীতি ও অব্যবস্থাপনার জন্য দায়ীদের বিচারের আওতায় আনা, সাম্প্রদায়িক সন্ত্রাসীদের গ্রেফতার কর, বিচার কর সহ বিভিন্ন দাবিতে ২২/০৭/২২ইং শুক্রবার বিকাল ৫টায় স্থানীয় খোয়াই ব্রীজ পয়েন্টে হবিগঞ্জ জেলা কমিউনিস্ট পার্টি-সিপিবি’র আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন, জেলা সিপিবি’র সাধারণ সম্পাদক কমরেড পীযুষ চক্রবর্তী, গণতান্ত্রিক আইনজীবী সমিতির কেন্দ্রীয় নেতা জেলা বারের সিনিয়র আইনজীবী এডভোকেট মুরলী ধর দাশ। উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন শ্রমিক নেতা মোঃ ফরিদ মিয়া, বিষ্ণু সরকার, ঝন্টু সরকার, রইছ উল্লা, প্রভাষক মৃদুল কান্তি রায়, রনজন রায়, রফিকুল ইসলাম, অবিনাশ সরকার, কাজল চক্রবর্তী, অর্জুন দাশ, আলী হোসেন, স্বপন সরকার প্রমুখ।
সভায় বক্তাগণ বলেন সরকারী নির্দেশ অমান্য করে হবিগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সর্বোচ্চ ২ ঘন্টা লোডশেডিং না করে ৬ থেকে ১০ ঘন্টা লোডশেডিং করছে। এতে অনেক বয়স্ক নাগরিক এবং রোগীদের মারাত্নক সমস্যা সৃষ্টি হচ্ছে, ছাত্র-ছাত্রীদের লেখাপড়ায় ভীষন ক্ষতি হচ্ছে। সর্বোপরি জনজীবনে চরম দূর্ভোগ তৈরী হয়েছে। তাই কোন অবস্থাতেই ২ ঘন্টার বেশি লোডশেডিং না করার আহবান জানানো হয়। অন্যথায় জনগণ বিক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমে বিদ্যুৎ অফিস ঘেরাও এর মত কর্মসূচী নিতে বাধ্য হবে।
দেশ লুটেরা, দুর্নীতিবাজ চক্রের হাতে জিম্মি। রেলকে দূর্নীতির হাত থেকে বাঁচাতে চলমান আন্দোলনে সংহতি প্রকাশ করা হয়। খাদ্যপণ্যের বাজার সাধারণ মানুষের নাগালের বাহিরে। আয়ের সাথে ব্যয় মিলছে না। এই অবস্থা থেকে মানুষ পরিত্রাণ চায়। জনগণের দৃষ্টি অন্যদিকে ফেরানোর জন্য দেশে সাম্প্রদায়িক সন্ত্রাস চলছে। দায়ী ব্যক্তিদের গ্রেফতার করে বিচার করতে হবে। সামগ্রিক অবস্থা থেকে পরিত্রান পেতে সকল বিবেকবান মানবিক মানুষসহ গরীব, শ্রমজীবী জনসাধারণ ঐক্যবদ্ধ হয়ে দাবি আদায়ে রাজপথে নেমে আসার আহবান জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com