স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশনের কার্যকরি কমিটির নবনির্বাচিত নেতৃবৃন্দের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাত ৯টায় পৌর মার্কেটস্থ সংগঠনের কার্যালয়ে শপথ বাক্য পাঠ করান সংগঠনের ২০২২ সালের দায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার মোঃ সজিব আলী। এ সময় উপস্থিত উপদেষ্ঠা মোঃ শরীফ উল্লাহ, বিশিষ্ট ব্যবসায়ী শংকর পাল, সহকারি নির্বাচন কমিশনার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান, সুখলাল সূত্রধর। শপথ গ্রহন অনুষ্ঠান পরিচালনা করেন সহকারি নির্বাচন কমিশনার শহিদুর রহমান লাল। এছাড়াও শপথ গ্রহন অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ সাংবাদিকগন উপস্থিত ছিলেন। শপথ গ্রহন করেন নবনির্বাচিত মোঃ সামছু মিয়া, সহ-সভাপতি মোঃ আব্দুল কুদ্দুছ মিয়া, সাধারণ সম্পাদক মফিজুর রহমান বাচ্চু, সহ-সাধারণ সম্পাদক পদে বদরুল আলম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আহমেদ জামান খান শুভ, কোষাধ্যক্ষ হাজী সফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ, ক্রীড়া সম্পাদক আব্দুল হান্নান, সাহিত্য শিক্ষা, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ সামাজুল খান, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান মুরাদ, শ্রম ও সমাজ কল্যাণ সম্পাদক রতন কুমার রায়। এছাড়া কার্যকরি কমিটির সদস্য নাসির উদ্দিন, মোঃ আহাদ মিয়া, শ্যামল চন্দ্র রায়, তাজুল ইসলাম, মহিবুর রহমান টিপু, সাইদুর রহমান সেলিম, অঞ্জন রায়, কেশব মিত্র, পলাশ মোদক। শপথ গ্রহন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মোঃ সজিব আলী বলেন, সংগঠনের সকল সদস্য ও ব্যবসায়ীদের আন্তরিক সহযোগিতার জন্য সুন্দর একটি নির্বাচন উপহার দিতে পেড়েছি। এ জন্য তিনি সকলের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং ধন্যবাদ জানান। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ায় হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশনের কার্যকরি কমিটির নেতৃবৃন্দ প্রধান নির্বাচন কমিশনার মোঃ সজিব আলী, সহকারি নির্বাচন কমিশনার আতাউর রহমান, সুখলাল সূত্রধর, মোঃ জালাল উদ্দিন খান, শহিদুর রহমান লালসহ সংগঠনের প্রধান উপদেষ্ঠা প্রাক্তন পৌর চেয়ারম্যান শহীদ উদ্দন চৌধুরী, উপদেষ্ঠা শরীফ উল্লাহ ও শংকর পালের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং সংগঠনের সকল কর্মকান্ডে তাদের সহযোগিতা কামনা করেন। শপথ গ্রহন অনুষ্ঠান শেষে কার্যকরি কমিটির নেতৃবৃন্দ দায়িত্বপ্রাÍ নির্বাচন কমিশনারসহ উপদেষ্ঠাদের সাথে ফটোসেশন করেন। পরে নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ দায়িত্ব গ্রহন করেন।