নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে বন্যা দূর্গতদের পাশে দাড়িয়েছেন ৯নং বাউসা ইউনিয়নের চেয়ারম্যান হাজী শেখ সাদিকুর রহমান শিশু। প্রতিদিনের ন্যায় গতকাল বুধবার দিন ব্যাপী ইউনিয়নের বন্যা দূর্গত এলাকা ২নং ওয়ার্ডের পাইকপাড়া গ্রামের শতাধিক পানিবন্দি পরিবারের মধ্যে তার ব্যক্তিগত পক্ষ থেকে শুকনো খাবার বিতরন করেন। এ সময় তিনি বন্যা কবলিত এলাকার মধ্যে যারা বেশি ঝুকিপূর্ণ অবস্থায় আছেন তাদেরকে নিরাপদ আশ্রয় কেন্দ্র, ইউনিয়নের স্কুল/মাদ্রাসায় নিরাপদ আশ্রয় কেন্দ্রে অবস্থান নেওয়ার আহ্বান জানান। এছাড়া তিনি বলেন, ইউনিয়নের ৩১ টি গ্রামের মধ্যে অধিকাংশ গ্রাম বন্যায় প্লাবিত হয়েছে। তিনি অতি দ্রুত বাউসা ইউনিয়নকে বন্যা দুর্গত এলাকা ঘোষণা করে, পর্যাপ্ত ত্রান সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য উপজেলা প্রশাসনের প্রতি জোর জানান এবং সেই সাথে দেশ-বিদেশে আবস্থানরত সমাজের বৃত্তবাবদেরকে বন্যা কবলিত পরিবারগুলোকে সহযোগিতার জন্য অনুরোধ জানান। এ সময় উপস্থিত ছিলেন, ইউ/পি সদস্য, যথাক্রমে আবুল কাশেম, নূরুল হক, সংরক্ষিত মহিলা সদস্য, মরিয়ম বেগম, নবীগঞ্জ থানার এস আই সম্রাট, নবীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদ চৌধুরী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক টিমের সদস্য শেখ নাজির রহমান, আব্দুল বারিক, আলী হোসেন, অলিল আহমেদ সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।