মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ১১:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

হবিগঞ্জে কুকুরের কামড়ে শিশুসহ আহত ২০

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২
  • ২৪৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার বিভিন্ন স্থানে বেওয়ারিশ কুকুরের কামড়ে একদিনেই শিশুসহ ২০ জন আহত হয়েছে। তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে অভিযোগ রয়েছে, কর্তৃপক্ষ বেওয়ারিশ কুকুর নিধন না করায় এ রকম ঘটনা ঘটেছে। কুকুর আতংকে শিশুরা স্কুলে যাওয়া বন্ধ করে দিযেছে। অনেকেই জানান, গত কয়েক বছর আগে পৌরসভার পক্ষ থেকে শহর ও আশপাশের এলাকায় বেওয়ারিশ কুকুর নিধনের অভিযান চলে। কিন্তু বর্তমানে কুকুর নিধন না হওয়ায় কুকুরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। গতকাল বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত হবিগঞ্জ শহরসহ লাখাই উপজেলার সিংহ গ্রাম, করাব ও সদর উপজেলার লুকড়া ও ধল গ্রামে এ ঘটনা ঘটে। এছাড়াও কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
আহতরা হল- আফজল মিয়া (২৫), মাকসুদ আলি (৫০), আলা উদ্দিন (৪২), মনিল সরকার (৩৯) আঃ রহিম (৩৪), রিমা আক্তার (২৫), মারুফা আক্তার (২০), সিয়াম মিয়া (৮), রুবেল মিয়া (৩৫), আমিরুল ইসলাম (১৭), রুহুল আমিন (১৮), রিপন মিয়া (৯), খাদিজা আক্তার (১৮), হোসাইন আহমদ (১১) ও সফিক মিয়া (৪০)।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com