মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ০৭:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

বানিয়াচংয়ে জায়গা নিয়ে সংঘর্ষের জের হাসপাতালে যুবতীর উপর হামলা ॥ আটক ২

  • আপডেট টাইম সোমবার, ১৩ জুন, ২০২২
  • ২৮৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে জায়গা নিয়ে দু’পক্ষের সংঘর্ষের জের ধরে হাসপাতালে যুবতীর উপর হামলার ঘটনা ঘটেছে। ঘটনার পর পুলিশ দুই যুবককে আটক করে কোর্টে চালান করেছে। জানা যায়, গত শনিবার বানিয়াচং উপজেলার ১নং উত্তর-পূর্ব ইউনিয়নের ২নং ওয়ার্ডের নাগেরখানা গ্রামে জায়গা নিয়ে বাচ্চু মিয়া ও আব্দুল জলিলের পরিবারের লোকজনের সংঘর্ষ হয়। সংঘর্ষে বাচ্চু মিয়া ও তার আপন ভাই আলাউদ্দিন গুরুতর আহত হলে বাচ্চু মিয়ার কলেজ পড়ুয়া মেয়ে হাবিবা আক্তার তাদেরকে বানিয়াচং হাসপাতালে নিয়ে যায়। এ সময় প্রতিপক্ষের বিলাল ও শফিকুল হাসপাতালে গিয়ে হাবিবার উপর হামলা চালায়। কর্তব্যরত ডাক্তারসহ হাসপাতালের স্টাফরা হাবিবাকে হামলাকারীদের কবল থেকে উদ্ধার করে একটি কক্ষে আটকে রেখে রক্ষা করেন। এ ব্যাপারে হাবিবা ফেসবুকে পোস্ট দেন। ঘটনার পর বানিয়াচং থানার এসআই সাদ্দাম হোসেন নাগেরখানা গ্রাম থেকে হাবিবুর ও শফিকুল নামে দু’জনকে আটক করে থানায় নিয়ে যান। পরে তাদেরকে কোর্টে চালান করা হয়। এদিকে ঘটনাটি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ আপোষে মিমাংসার উদ্যোগ নেয়ায় থানায় কোনো মামলা দায়ের করা হয়নি। হাসপাতালে যুবতীর উপর হামলার সময় তাকে রক্ষাকারীদের একজন হাসপাতালের ব্রাদার সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন। এ ব্যাপারে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচ এন্ড এফপিও ডা. শামীমা আক্তারের সাথে যোগাযোগ করা হলে কর্তব্যরত চিকিৎসক ঘটনাটি তাকে অবগত করেননি বলে জানান।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com