স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জে প্রশাসনের চোখের সামনে সরকারী স্কুলের জায়গা দখলের পায়তার করছে এক ব্যক্তি। দখলের অংশ হিসেবে একটি সাইনবোর্ড লাগিয়ে রেখেছে। বিষয়টি দেখে স্থানীয় জনপ্রতিনিধিসহ শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে। এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক উপজেলা নির্বাহী অফিসারের নিকট একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, আজরিমীগঞ্জ উপজেলার এ্যামালগেমেটেড বীর চরণ সরকারী (এবিসি) পাইলট উচ্চ বিদ্যালয় ১৯৩০ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর পশ্চিম পার্শে তৎকালিন সময়ে দুটি ছাত্রাবাস ছিল। বর্তমানে ছাত্রাবাস না থাকলেও উক্ত ভূমি চাষাবাদের জন্য প্রতি বছর প্রকাশ্যে ডাকমের মাধ্যমে বিদ্যালয়ের পক্ষ থেকে ইজারা প্রদান করে আসছে। কিন্তু গত ৪ জুন রাতের অন্ধকারে মফিজুল ইসলাম নামে এক ব্যক্তি সাইনকোর্ড ও একটি বাশের বেড়া দিয়ে অবৈধভাবে স্থাপন করে দখলের চেষ্টা করছে। বিষয়টি দেখে স্থানীদের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে। এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক মো: আহসান মোস্তফা বাদী হয়ে ৫ জুন উপজেলা নির্বাহী অফিসারের নিকট একটি অভিযোগ দায়ের করেছেন।
এদিকে স্কুলের জায়গা দখলের পায়তারা বিরুদ্ধে স্থানীয় জনপ্রতিনিধিসহ স্কুলের শিক্ষার্থীরা ফুসে উঠছে। যে কোন সময়ে ঘটে যেতে পারে অপ্রীতিকর ঘটনা। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সুলতানা সালেহা সুমী জানান, বিষয়টি জানার পর তিনি ঘটনাস্থল পরিদর্শন করে উভয় পক্ষকে নিয়ে শূনানীর আয়োজন করছেন। তিনি বলেন কাগজপত্র অনুযায়ী জায়গার ব্যবস্থা করা হবে। তবে সাইনবোর্ড কেন সরানো হচ্ছে না এ বিষয়ে কোন সুস্পষ্ট উত্তর দিতে পারেননি।