বুধবার, ২১ মে ২০২৫, ১১:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে মা-মেয়েসহ ৩ জনকে হত্যার দায়ে দেবরের মৃত্যুদন্ড লন্ডনে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন লন্ডনে হবিগঞ্জ হার্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ডাঃ কামরুল হাসান তরফদারের সাথে মতবিনিময় নবীগঞ্জে ফেইক আইডি দিয়ে সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ সম্পর্কে মানহানিকর পোষ্ট ॥ নিন্দা, ক্ষোভ বানিয়াচংয়ে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা ॥ দেখার যেন কেউ নেই চুনারুঘাট থেকে ২০ কেজি গাঁজাসহ ১ জনকে গ্রেফতার করেছে র‌্যাব শায়েস্তাগঞ্জে আটক দুই নেতাকে কারগারে প্রেরণ হবিগঞ্জ সদর থানা পুলিশের অভিযানে আ.লীগ নেতা গ্রেপ্তার আন্তঃজেলা ডাকাত চক্রের ৯ সদস্য গ্রেপ্তার ॥ ৫ গাড়ি জব্দ বাহুবলে মহাসড়কের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় নিহত ৩ ॥ আহত অর্ধশত

রিচি ইউনিয়নের সচিবের বিরুদ্ধে সেবা প্রদানে জনগণকে হয়রানী ও দায়িত্বে অবহেলা অভিযোগ

  • আপডেট টাইম বুধবার, ১৮ মে, ২০২২
  • ২৪৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার রিচি ইউনিয়ন পরিষদের সচিব মোছাঃ জেসমিন আক্তারের বিরুদ্ধে জন্ম নিবন্ধনসহ সেবা প্রদানে জনগণকে হয়রানী ও দায়িত্বে অবহেলা অভিযোগ উঠেছে। এ ব্যাপারে জেলা প্রশাসকের নিকট অভিযোগ দায়ের করা হয়েছে। রিচি ইউনিয়নের সুলতান মামুদপুর গ্রামের একেএম ফজলুল হক কুতুব গত ১৬ মে অভিযোগটি দায়ের করেন।
অভিযোগে বলা হয়, তিনি তার স্ত্রী, সন্তান, ভাই, ভাতিজি, ভাইয়ের স্ত্রীর জন্ম নিবন্ধন সংশোধনের জন্য রিচি ইউনিয়ন পরিষদের সচিব মোছাঃ জেসমিন আক্তারের নিকট গত ১০ মার্চ পৃথক ১০টি আবেদন করেন। এর বিপরীতে কাগজপত্র দাখিল করলে ইউপি সচিব ৬টি আবেদন অন লাইনে গৃহিত হওয়ায় গত ১৫ মার্চ মোবাইলে ৬টি ম্যাসেজ আসে। বাকী ৪টি আবেদনের কোন ম্যাসেজ অদ্যাবধি তিনি পাননি। আবেদনগুলো উপজেলা নির্বাহী অফিসার নিকট প্রেরণ করা হয়নি। এতে তার স্কুল পড়–য়া ছেলে, ভাতিজি এবং ভাতিজির ছেলে-মেয়েদের বিভিন্ন শিক্ষা কার্যক্রমে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে।
আবেদনে তিনি বলেন তার ভাই রিচি ইউনিয়নের দুই বারের নির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম মোঃ আতাউর রহমান নিম্বর মারা যাবার পর মৃত্যু নিবন্ধন করার জন্য সচিব জেসমিন আক্তার প্রদত্ত ১৯৫৪৩৬৩৪৭৬০০৭৫৬৫ নম্বর জন্মসনদ দাখিল করেন। কিন্তু সচিব মৃত্যু নিবন্ধনে উল্লেখিত জন্ম সনদ নাম্বারের পরিবর্তে অন্য একটি ভুল জন্মসনদ নাম্বার মৃত্যু নিবন্ধন সনদে উল্লেখ করেন। পরবর্তীতে সচিবের পরামর্শে সংশোধনের জন্য আবেদন করা হয়। এর পর দীর্ঘদিন অতিবাহিত হলেও জন্ম নিবন্ধন ও মৃত্যু নিবন্ধন সংশোধনের কোন পদক্ষেপ না নিয়ে সচিব একের পর এক জটিলতা সৃষ্টি করছেন। ফলে মুক্তিযোদ্ধা ভাতাসহ সকল কার্যক্রম চালু করা সম্ভব হচ্ছেনা।
এ ব্যাপারে অভিযোগকারী একেএম ফজলুল হক কুতুব প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য জেলা প্রশাসকের সুদৃষ্টি কামনা করেন।
অভিযোগের কপি মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়, দুর্নীতি দমন কমিশনসহ বিভিন্ন দপ্তরে প্রদান করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com