স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের সার্কিট হাউজ এলাকা থেকে ধান বোঝাই একটি লড়ি আটক করা হয়েছে। গতকাল সোমবার রাত ৮টার দিকে ট্রাফিক সার্জেন্ট বদর উদ্দিন চট্ট-মেট্রা ট-১১-২৩৪৮ একটি ধান বোঝাই লড়ি ট্রাককে আটক করে। তবে এসব ট্রাকের উপর মালামালের কোন কাগজপত্র দেখাতে পারে নাই। গতকাল ওই সময় কে বা কারা ৯৯৯ ফোন করলে পুলিশ এ লড়িটি আটক করে। জানা গেছে, হবিগঞ্জের একটি বয়লার থেকে এসব ধান আগুগঞ্জ যাচ্ছিল। তবে পুলিশ বলছে বিষয়টি যাচাই বাচাই করা হচ্ছে।