স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-বানিয়াচং সড়কের কালারডোবা এলাকায় ডাকাতি হয়েছে। ডাকাতরা কলেজ ছাত্রকে জিম্মি করে মোবাইল ফোন ও টাকা নিয়ে গেছে। পরে তারা কোনো রকমে এসে সদর হাসপাতালে চিকিৎসা নিয়ে পুলিশকে জানায়। জানা যায়, শহরের নোয়াহাটি এলাকার বৃন্দাবন ও শচীন্দ্র কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র রাহুল কান্ত রায়, অপু চক্রবর্তী, সৌরভ চন্দ্র, আশিষ চন্দ্র, সাগর চন্দ্র, অমৃত চন্দ্র পাল ও ঋতিক রায় মোটর সাইকেলযোগে বানিয়াচংয়ে বন্ধুর জন্মদিনে যায় গতকাল বুধবার বিকেলে। জন্মদিন শেষে ফেরার পথে উল্লেখিত এলাকার যাত্রীছাউনিতে পৌঁছামাত্র রাত ৯ টার দিকে ১০/১৫ জনের ডাকাত দল তাদের মোটর সাইকেল আটক করে এবং অস্ত্রের মুখে জিম্মি করে রাস্তার পাশে নিয়ে যায়। সেখানে নিলডাউন করে তাদের কাছ থেকে ৫টি দামি মোবাইল ফোন ও নগদ ৯ হাজার টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এক পর্যায়ে বাধা দিলে তাদেরকে মারপিট করে নিয়ে যায়। যাবার সময় তাদের মোটর সাইকেলের প্লাগ খুলে ফেলে দেয়। সদর থানা ও বানিয়াচং থানা পুলিশ বিষয়টি শুনে ঘটনাস্থল পরিদর্শন করে। চন্দনীর রাতে এরকম ঘটনায় ওই সড়কে চলাচল করতে যাত্রী ও চালকরা আতংকিত হয়ে পড়েছে।