বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ০৫:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ওলিপুরে প্রাণের চিপস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ॥ কোটি টাকার ক্ষতি নাছিরনগরে কাজ করতে গিয়ে মাধবপুরে ৩ শ্রমিক নিহত শায়েস্তাগঞ্জে আটক প্রেমিক যুগল পুলিশ হেফাজতে দেশে ফিরলেন এমপি আবু জাহির ও হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান আলেয়া আক্তার চুনারুঘাটে খাদ্যবান্ধব কর্মসূচির চাউলসহ এক ব্যক্তি গ্রেফতার চুনারুঘাটে নোহা উল্টে শিশু নিহত ॥ হাসপাতালে মা নবীগঞ্জে উপ-নির্বাচনে বিজয়ী ইউপি সদস্য আব্দুল মোমিনের শপথ গ্রহন আজমিরীগঞ্জে গরুর ঘাস কাটা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৫০ পবিত্র ওমরাহ পালন শেষে পৌরসভায় ফিরেছেন মেয়র আতাউর রহমান সেলিম নবীগঞ্জের প্রবীণ মুরুব্বি ফজল মিয়ার ইন্তেকাল ॥ দাফন সম্পন্ন

আলোকিত ’৯৫ ব্যাচের রজত জয়ন্তি অনুষ্ঠানে এমপি মিলাদ গাজী ॥ সামাজিক বিভিন্ন কাজের মাধ্যমে সমাজের অবক্ষয় দূর করা সম্ভব

  • আপডেট টাইম রবিবার, ১৩ মার্চ, ২০২২
  • ১৮৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ-বাহুবল আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ বলেন, সামাজিক বিভিন্ন ইতিবাচক কাজের মাধ্যমে সমাজের অবক্ষয় দূর করা সম্ভব। সামাজিক সংগংঠন আলোকিত ব্যাচ ‘৯৫ এর অনেক মেধাবী লোকজন বিভিন্ন সামাজিক কাজ করে নবীগঞ্জবাসীর প্রশংসা পেয়েছে। তাদের এই ধারাবাহিকতা অটুট রাখতে সবাইকে সহযোগিতা করা প্রয়োজন। তিনি গতকাল শনিবার দুপুরে নবীগঞ্জ যোগল কিশোর মডেল সরকারী উচ্চ বিদ্যালয় মিলানায়তনে নবীগঞ্জ আলোকিত ’৯৫ ব্যাচের রজত জয়ন্তি পালন উপলক্ষ্যে প্রকাশিত স্মরণিকা প্রয়াস এর মোড়ক উন্মোচন উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। সংগঠনের সভাপতি শামীম আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মজিদ এবং শাহ সাজিদুর রহমানের যৌথ পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর হক চৌধুরী সেলিম, নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শেখ মহিউদ্দিন, নবীগঞ্জ পৌরসভার মেয়র ছাবির আহমদ চৌধুরী, নবীগঞ্জ থানার ওসি মোহাম্মদ ডালিম আহমদ, নবীগঞ্জ জে,কে সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সালাম। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মোঃ রুবেল মিয়া। অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, ড. সুদীপ চক্রবর্ত্তী, সাইফুর রহমান খান, উত্তম কুমার পাল হিমেল, আশফাকুজ্জামান চৌধুরী, জাহাঙ্গীর বখত চৌধুরী তুহিন, লেবু আহমদ জেবু প্রমুখ। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন, আবু হুরায়ুরা মামুন, গীতা পাঠ করেন ধনঞ্জয় দেবনাথ, অতিথিদেরকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন, সালেহ আহমদ, পিন্টু রায়, কামরুজ্জামান চৌধুরী, নীলকন্ঠ দাশ সামন্ত নন্টি, রাজিব রায়, শরিফুল ইসলাম শামীম, মোহাম্মদ আলী, শংকর চন্দ, আব্দুল্লাহ প্রমুখ। আলোকিত ’৯৫ ব্যাচের তৎকালীন সময়ে এস.এস.সি পরীক্ষায় মেধা তালিকায় ১৬তম স্থান অর্জনকারী সাইফুর রহমান খান এবং ড. সুদীপ চক্রবর্তী সরকারীভাবে লন্ডনে পিএইডি ডিগ্রী অর্জন করায় অতিথিবৃন্দ তাদেরকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন। অনুষ্ঠানে ব্যাচের ১৬১ জন শিক্ষার্থীর মধ্যে ৩১ জন প্রবাসে কর্মরত এরপরও প্রায় শতাধিক সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় নবীগঞ্জ বাহুবল আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ গাজী আলোকিত ব্যাচ ’৯৫ সংগঠনের মাধ্যমে সামাজিক কাজ অব্যাহত রাখার জন্য ৫০ হাজার টাকা অনুদানের ঘোষনা প্রদান করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com