স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার কাগাপাশা ইউনিয়ন নির্বাচনে ভোট ও ফলাফল বাতিলের দাবি জানিয়েছেন নৌকা প্রতীকের পরাজিত চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুল মজিদ। পুলিশ প্রশাসন ও প্রিসাইডিং অফিসারের অসহযোগিতাসহ তার সকল এজেন্টদের বের করে দিয়ে প্রতিপক্ষ আনারস প্রতীকের প্রার্থী এরশাদ আলীর এজেন্টদের বিরুদ্ধে ব্যালট পেপারে সিল মারার অভিযোগ করেছেন। এ জন্য তিনি ওই ইউনিয়নের দুই ওয়ার্ডে পুনঃনির্বাচন দাবি করে সংবাদ সম্মেলন করেছেন। গতকাল রবিবার দুপুরে সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠকালে এ অভিযোগ করেন। অভিযোগ তিনি উল্লেখ করেন, নৌকার বিজয় সুনিশ্চিত জেনে উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সংশ্লিষ্ট সকল দায়িত্বপ্রাপ্ত অফিসারগণ স্বতন্ত্র প্রার্থী এরশাদ আলীর দ্বারা অবৈধভাবে বর্শীভূত হয়ে ৬নং ওয়ার্ড ও ২নং বাগহাতা ওয়ার্ডে তার নিয়োজিত এজেন্টদের জোরপূর্বক বের করে দেয়া হয়। বিকাল ৩টার দিকে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এরশাদ আলীর এজেন্টরা জোরপূর্বক ব্যালট পেপারে সিল প্রদান করে। এমনকি ওই দুই কেন্দ্রে ভোট নিয়ে উপজেলা রির্টানিং অফিসে না গিয়ে উপজেলা পরিষদ বিল্ডিংয়ের পিছন দিকে নির্জন স্থানে বসে স্বতন্ত্র প্রার্থী এরশাদ আলীকে বিজয়ী করতে কলাকৌশল করেন। তাৎক্ষনিক মোঃ আব্দুল মজিদ রিটার্নিং অফিসার জানিয়েছেন। কিন্তু তিনি কোন কর্ণপাত না করে স্বতন্ত্র প্রার্থী এরশাদ আলীকে বিজয়ী ঘোষণা করেন। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করে পুনঃনির্বাচন দাবি করেন।