নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ থানার দুই এসআই ও ১ ট্রাফিক সার্জেন্ট করোনায় আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জনের র্যাপিট এন্টিজেন টেষ্ট করা হলে ওই ৩ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। আক্রান্তরা হলেন নবীগঞ্জ থানার এসআই সমিরন দাশ, এসআই রাজিুবুর রহমান ও নবীগঞ্জে দায়িত্বরত ট্রাফিক সার্জেট ঝন্টু বৈদ্য। বাকী দুজনের নেগিটিভ রিপোর্ট আসে। আক্রান্তরা হোম আইশোলেসনে আছেন। গত ক’দিন ধরে উল্লেখিত ৩ কর্মকর্তা জ¦র, শর্দি ও কাশি উপসর্গে ভোগছিলেন। ফলে মঙ্গলবার সকালে স্থানীয় হাসপাতালে পরীক্ষা করতে গিয়ে তাদের করোনা পজিটিভ রিপোর্ট আসে। এই তথ্যটি নিশ্চিত করেছেন উপজেলা স্বা¯’্য কমপ্লেক্সের আরএমও ডাঃ চম্পক কিশোর সাহা।