স্টাফ রিপোর্টার ॥ “আমরা গরীব এক টুকরো জমিই আমাদের শেষ সম্বল” এ শ্লোগান নিয়ে নবীগঞ্জ উপজেলার ২নং পূর্ব বড় ভাকৈর ইউনিয়নের বাগাউড়া গ্রামের পূর্ব পাড়ার গরীব ও অসহায় মানুষ মানববন্ধন করেছে। গতকাল ৮ জানুয়ারি শনিবার দুপুর ২টার দিকে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনকারীরা তাদের বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রীর কাছে আমাদের একটাই দাবি আমরা গরিব আমাদের এক টুকরো জমিই আমাদের শেষ সম্বল। আমাদের গ্রামের ও আমাদের মাথাগোঁজার ঠাঁই এই শেষ সম্বল ভূমিটুকু সরকারী জায়গা হওয়াতে আমরা জেনেছি এখানে আশ্রায়ন প্রকল্পের ঘরের জন্য নিয়ে যেতে চান। যদি তাই হয় তাহলে আমাদের বেঁচে থাকার শেষ সম্বল টুকু শেষ হয়ে যাবে। এই বিষয়ে মানববন্ধনকারীরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে বলেন, প্রধানমন্ত্রী আপনি জননেত্রী, আপনি জাতির জনক বঙ্গবন্ধু কন্যা, আপনি অসহায়ের সহায়, আপনিই পারেন আমরা অসহায়দের ভুমিটুকু পিরিয়ে দিতে। উক্ত মানববন্ধনে অংশগ্রহণ করেন কয়েকটি অসহায় পরিবারের নারী, পুরুষ, শিশু সহ শতাধিক লোকজন। এসময় মানববন্ধনে অংশগ্রহণকারী শহিদ মুক্তিযোদ্ধা আব্দুল মন্নাফের ভাগ্নে শামিম আহমেদ তার বক্তব্যে বলেন, ১৯৯৯ সালে জননেত্রী শেখ হাসিনা সরকারের হবিগঞ্জ জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে তার বাবার স্থায়ী বন্দোবস্ত ২ একর জমি দাগ নং ৫০৭৬ ও ৫০৭৭ দাগে প্রথম শ্রেনীর ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম ও নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উপস্থিত থেকে লাল নিশান ও ঢোল বাজিয়ে জমি আমার বাবাকে প্রদান করা হয়। উক্ত জমিটুকুও ওরা নিয়ে যেতে চান। এসময় তিনি কেঁদে কেঁদে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মায়ের মতো, মা সম্বোধন করে তিনি বলেন, “মা” আপনি ছাড়া আমাদের দেখার কেউ নেই। তাই আপনার মাধ্যমে আমরা উক্ত ভূমির সুস্ট সমাধান ও আমাদের মাথাগোঁজার ঠাঁই এই জায়গাটুকু চাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশু হস্তক্ষেপ কামনা করেন মানববন্ধনকারী অসহায় ৩০টি ভূমিহীন পরিবার।