বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৮:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ওলিপুরে প্রাণের চিপস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ॥ কোটি টাকার ক্ষতি নাছিরনগরে কাজ করতে গিয়ে মাধবপুরে ৩ শ্রমিক নিহত শায়েস্তাগঞ্জে আটক প্রেমিক যুগল পুলিশ হেফাজতে দেশে ফিরলেন এমপি আবু জাহির ও হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান আলেয়া আক্তার চুনারুঘাটে খাদ্যবান্ধব কর্মসূচির চাউলসহ এক ব্যক্তি গ্রেফতার চুনারুঘাটে নোহা উল্টে শিশু নিহত ॥ হাসপাতালে মা নবীগঞ্জে উপ-নির্বাচনে বিজয়ী ইউপি সদস্য আব্দুল মোমিনের শপথ গ্রহন আজমিরীগঞ্জে গরুর ঘাস কাটা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৫০ পবিত্র ওমরাহ পালন শেষে পৌরসভায় ফিরেছেন মেয়র আতাউর রহমান সেলিম নবীগঞ্জের প্রবীণ মুরুব্বি ফজল মিয়ার ইন্তেকাল ॥ দাফন সম্পন্ন

সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

  • আপডেট টাইম শনিবার, ৮ জানুয়ারী, ২০২২
  • ১৭৭ বা পড়া হয়েছে

শ্রীমঙ্গল প্রতিনিধি ॥ শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ভোরের ডাক শ্রীমঙ্গল প্রতিনিধি সাংবাদিক মোহাম্মদ ইমাম হোসেন সোহেলের ওপর কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজারে অতর্কিত হামলার প্রতিবাদে এবং সন্ত্রাসীদের শনাক্ত করে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। শুক্রবার (৭ই জানুয়ারি) বিকাল ৩ টার সময় শ্রীমঙ্গল চৌমুহনা চত্বরে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে শ্রীমঙ্গল প্রেসক্লাব ও শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের যৌথ উদ্যোগে। শ্রীমঙ্গল ক্লাবের সভাপতি বিশ্বজিৎ চৌধুরী বুলেট এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইন্টারন্যাশনাল ডায়লগ এইড ফাউন্ডেশনের সভাপতি সাইফুল ইসলাম সবুজ, নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি মোঃ আমজাদ হোসেন রনি, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক কাউছার আহমেদ রিয়ন, ব্লাডম্যন শ্রীমঙ্গলের সাধারণ সম্পাদক আবদুস সুবহান সেন্টু, দৈনিক যায়যায়দিন পত্রিকার শ্রীমঙ্গল উপজেলা প্রতিনিধি শফিকুল ইসলাম রুম্মন, মাই টিভির জেলা প্রতিনিধি সঞ্জয় কুমার দে, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সহ-সভাপতি দীপঙ্কর চৌধুরী লিটন, সৈয়দ আমিরুজ্জামান, মমিনুর হোসেন সোহেল, আইন সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশন এর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ইনাম, উল্লাহ খান, রুবেল, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবেদ হোসেন প্রমুখ। সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ একাত্মতা পোষণ করে নিজ নিজ সংগঠনের ব্যানারে উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, আমরা দেখেছি প্রশাসন বিভিন্ন সময় অতি অল্প সময়ের মধ্যেই বড় বড় অপরাধীদের ধরে সুন্দরভাবে প্রকৃত দোষীকে আইনের আওতায় এনেছে কিন্তু দিবালোকের মত সত্য এবং চিহ্নিত অপরাধীদেরকে এখন পর্যন্ত কেন গ্রেফতার করা হয়নি এইসব বিষয় জানিয়ে তারা ক্ষোভ প্রকাশ করেছেন। বক্তারা আরো বলেন আগামীতে যদি অতি অল্প সময়ের মধ্যে আসামিদের গ্রেফতার করে এবং দৃষ্টান্তমূলক শাস্তি না দেয়া হয় তাহলে আমরা কঠোর কর্মসূচি গ্রহণ করবো আমাদের শ্রীমঙ্গলসহ সারাদেশের সাংবাদিকবৃন্দ রাস্তায় নেমে এর তীব্র প্রতিবাত করবো। এ সময় মানববন্ধনে বক্তারা বলেন, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জকে বদলি করানোর জন্য প্রশাসনকে ধন্যবাদ জানান তার সঙ্গে সঙ্গে অতি বিলম্বে সকল সন্ত্রাসীদেরকে গ্রেফতার না করা হলে সকল সাংবাদিকগণ আইন শৃঙ্খলা বাহিনীর জন্য লেখা বন্ধ থাকবে, সাংবাদিকরা সমাজের রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। কিন্তু সাংবাদিকদের ওপর যখন নির্যাতন, হামলা ও হয়রানি করা হয় তখন সমাজ ও রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ দুর্বল হয়ে পড়ে। সাংবাদিকরা তাদের কলমের মাধ্যমে দেশের বিভিন্ন প্রকার অনিয়ম, দুর্নীতির খবর প্রকাশ করে দেশকে সুষ্ঠুভাবে পরিচালনার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাই সাংবাদিক ইমাম হোসেন সোহেল এর ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমুলক শাস্তি নিশ্চিত করতে হবে। যেন আগামীতে কেউ এ ধরনের ঘটনা ঘটানোর সাহস না পায়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com