স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ আইনজীবি সহকারি সমিতির সিনিয়র সদস্য মোঃ গোলাম মোস্তফা (৬০) বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। (ইন্না…রাজিউন)। গতকাল সোমবার ভোরে তার নিজ বাড়ি সদর উপজেলার বহুলা গ্রামে শেষ নিঃশ^াস ত্যাগ করেন। খবর পেয়ে আইনজীবি সহকারি সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সাবেক সভাপতি সেলিম হাসান, সিনিয়র সদস্য মোঃ শের আলী, আব্দুল হাই, কুতুব উদ্দিন, মিলন মিয়া প্রমুখ তাদের সহকর্মীকে এক নজর দেখার জন্য বাড়িতে ছুটে যান। এ সময় শোকাহত পরিবারকে তারা শান্তনা দেন এবং গভীর সমবেদনা জানান। দুপুর ২টায় বহুলা ঈদগাহ মাঠে জানাজার নামাজ শেষে দাফন করা হবে। মৃত্যুকালে স্ত্রী, সন্তানসহ আত্মীয় স্বজন রেখে গেছেন। তিনি মরহুম এডভোকেট নুর খানের সহকারী হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন।