স্টাফ রিপোর্টার ॥ সামাজিক সংগঠন আপনজনের উদ্যোগে বানিয়াচং থানাধীন উজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অসহায় অস্বচ্ছল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এডঃ মোঃ সফিকুল ইসলাম এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ মোর্শেদ কামাল। অনুষ্ঠান টি সমন্বয় করেন সন্দল পুর বি.সি.উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গোলাম আকবর চৌধুরী। অতিথি ছিলেন আপনজন সদস্য ইংল্যান্ড প্রবাসী হেলাল চৌধুরী, আপনজনের সাবেক সভাপতি ও উপদেষ্টা এডঃ ছগীর আহমেদ সাজ্জাদ, সাবেক সভাপতি ও উপদেষ্টা ব্যাংকার মোঃ আব্দুল্লাহ, আপনজন সদস্য-বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক সনজিত কুমার রায় ও শচীন্দ্র কলেজের প্রভাষক লতিফ হোসেন। উপস্থিত ছিলেন আপনজনের সাবেক সভাপতি ও উপদেষ্টা এডঃ কামরুল হাছান চৌধুরী, আপনজনের কোষাধ্যক্ষ প্রধান শিক্ষক প্রাণেশ রঞ্জন দাশ, আপনজন সদস্য এডঃ আজিজুল হক চৌধুরী, কুতুবউদ্দিন, ফরাশ উদ্দিন, স্থানীয় বিশিষ্ট ব্যক্তি মোস্তাক চৌধুরী, শিহাব চৌধুরী, জসীম উদ্দিন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে প্রায় দুই শত জনের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। আপনজন প্রতিষ্ঠার পর থেকেই শীতবস্ত্র, ঈদে শাড়ি লুঙ্গি, স্কুল ছাত্রদের শিক্ষা উপকরণ প্রদান ও করোনা কালে খাদ্য সামগ্রী বিতরণ সহ নানাবিধ সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে।